আমাদের কথা খুঁজে নিন

   

জামায়েত কে পবিত্র কোরান শরীফ ছুঁয়ে মুচলেকা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদয়ালয়ে শিক্ষকতায় যোগদান!



আজকের পত্রিকগুলতে লিখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেতে হলে জামায়েত ইসলামীর কাছে পবিত্র কোরান শরীফ ছুঁয়ে মুচলেকাতে সই করতে হয়েছে বেশ কিছু শিক্ষককে। শিক্ষক মোঃ আশরাফুজ্জামান বলেছেন তাঁকে 50 টাকার স্ট্যাম্পে হুবুহু এই লিখে দস্তখত করতে হয়েছে- 'আমি মোঃ আশরাফুজ্জামান এই মর্মে শপথ করিতেছি, পবিত্র কুরআন শরিফ ছুঁইয়ে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে কখনো জামাতে ইসলামী ও বিএনপির বিপক্ষে যাবো না এবং ভবিষ্যতে আমার কোনো লেখায় আমি দলের বির"দ্ধে লিখবো না। দল যে সিদ্ধানত্দ দেবে তা ভুল হলেও আমি তা সত্য বলে জানবো। (স্বাক্ষর) মোঃ আশরাফুজ্জামান।'। দলীয়করণ সব সরকার সব দলই কম বেশী করেছে। কিন্তু জামায়েত ইসলামি যারা ধর্মের কথা বলে রাজনীতি করে তাঁরা কিনা পবিত্র কোরান শরীফ কে অন্যায় ভাবে ব্যবহার করেছে! নাকি তাঁদের কপি রাইট করা আছে? যখন যে ভাবে ইচ্ছা ব্যবহার করলেও কোন পাপ হবেনা! নাকি সমস্ত পাপ জনাব আশরাফুজ্জামানের যেহেতু পবিত্র কোরান শরিফ ছুঁয়ে মুচলেকা দিয়েছে অথচ তা ফাস করে দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.