আমাদের কথা খুঁজে নিন

   

জামায়েত ইসলামীর শেষ অপচেষ্টা

আজ সারাদেশব্যাপী জামায়ত ইসলামী হরতাল ডেকেছে । উদ্দেশ্য একটাই যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করা । তারা চায় না এদেশে মহান মুক্তিযুদ্ধে আল বদর , রাজাকার , আল শামস বাহিনীর হাতে শহীদ মুক্তিযুদ্ধা , বুদ্ধিজীবি , ছাত্র , ডাক্তার ও অসংখ্য নারী শিশু ধর্ষণ হত্যা ও বাড়ীঘর লুন্টনের দায়ে চিহ্নিত অপরাধীদের কোনরুপ বিচার হোক । তাই তারা এখন এ্ইসব চিহ্নিত মানবতাবিরোধী অপরাধীদের বাঁচানোর জন্য ৭১-র তাদের সেই হিংস্র চেহারায় ফিরে গেছে । যার প্রমান তারা গত কয়দিন থেকে রাজপথে বিভিন্ন অপকর্মের মাধ্যমে প্রমান দিচ্ছে ।

আর এইজন্য তারা তাদের ছাত্র সংঘটন শিবিরকে পুলিশের প্রতি লেলিয়ে দিয়েছে । জামায়ত কিছু সাধারন ছাত্রের মগজ ধুলাই করে তাদের সন্ত্রাসী জঙ্গী বাহীনিতে পরিনত করেছে । অভিযুক্ত গ্রেফতার শীর্ষ নেতারা নিজেরাই বুঝতে পেরেছে তারা এবার আর কোন নিস্তার পাবে না তাই তারা এদেশের তরুন মেধাবী ছাত্রদের ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছে । ৭১সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহীনি ও তাদের সাথে এদেশের আলো বাতাসে বেড়ে উঠা দোসররা যেভাবে বুদ্ধিজীবি হত্যাযগ্য করেছে , ঠিক তেমনি এ্ই মুহূর্তে জামায়ত ইসলামী ও তার দোসররা পুলিশের উপর আক্রমন ও বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থির পরিবেশ তৈরী করে সাধারন শিক্ষা কার্যক্রম ব্যহত করছে । ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্য়ের আজকের পরীক্ষা বাতিল করা হয়েছে ।

ঢাকার যাত্রাবাড়ী বেশ কয়েকটি গাড়ী ভাংচুর হয়েছে ও সিলেটের জিন্দাবাজারে ককটেল বিম্ফোরণের মাধ্যমে তাদের সাংগাঠনিক শক্তির পরিচয় দিয়েছে । ইতিমধ্যে পুলিশের সাথে সংঘর্ষে শিবিরের এক কর্মী নিহত হয়েছে । আমার প্রশ্ন এই আত্নদান কিসের জন্য ? এদেশের সাধারন মানুয়ের আধিকার বাস্তবায়নে ! না অপরাধীকে তার প্রাপ্য সাজা থেকে বাঁচানোর জন্য ? তারা জানে এদেশে তাদের রাজনৈতিক ভবিষ্যত ফূরিয়ে গেছে । নির্বাচনে একা কিংবা জোট বেঁধে দাড়ালেও একটাও আসন পাবে না । তাই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে ।

সর্বশেষে সবার প্রতি অনরোধ বাংলাদেশের মুক্তিযুদ্ধে হত্যার দায়ে অভিযুক্ত অপরাধীদের বিচারের বাধাদানকারী অপশক্তিগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন । নির্বাচন এখনও অনেক দুরে । আগে এদের বিচার শেষ হতে দিন পরে আপনারা যে যাকে খুশি নির্বাচিত করতে কাজ করুন । একটা কথা মনে রাখবেন এ্ইবার যদি এইসব অপরাধীরা পার পেয়ে যায় আমাদের অসচেতনায় তবে আর কখনো এদের বিচার হবে না বলে আমার ধারনা । বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ লাখো মুক্তযুদ্ধা হয়ত আর আমাদের কিছু বলতে পারবে না কারণ তারা মৃত কিন্তু ইতিহাস ও ভবিষ্যত প্রজন্ম আমাদের কখনও ক্ষমা করবে না ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.