আমাদের কথা খুঁজে নিন

   

জামায়েত ইসলাম ও একটি ঘটনা



এখন কাজ তাই অল্প কথায় ঘটনাটা লিখবো। এরশাদের সামরিক শাসনের আমলে সম্ভবত 88তে বড় বন্যা হয়েছিলো। তখন যে যার মতো সাহায্য করছিলো। রাজনৈতিক দল গুলোর নিজস্ব কর্মসূচী ছিলো। তেমনি জামায়েত ইসলামও ত্রান তৎপরতা চালাচ্ছিলো! বস্তির এক ছেলের হাতে একটা বিদেশী দুধের কৌটা দেখে আমি কি মনে করে যেন ভাবলাম দেখি কত তারিখ পর্যন্ত খাওয়া ঠিক তা লিখা আছে কিনা।

দেখি তারিখ পার হয়ে গেছে! ছেলেটি বললো "স্যারেরা দিছে"। কোন স্যার আমি জানতে চাইলাম। বললো জামাতের স্যার। তারপর আমি সেই বসেি্ততে গিয়ে দেখি সব গুলোই খাওয়ার অযোগ্য। ওরা জানতে পারলো যে আমি বস্তিতে খোঁজ খবর নিচ্ছি।

তখন ওরা কৌটা ছাড়া দুধ দেয়া শুরু করলো। আমি পাঞ্জাবীর নিচে সনি ওয়াক ম্যান বস্তির লোকদের কথা বার্তা ধারণ করতে লাগলাম। ধারণ করলাম ঐ দুধ খেয়ে শিশুরা অসুস্থ হচ্ছে কিনা। ইচ্ছা ছিলো যিদি ওরা বস্তিঐ দুধ দিতে যায় তো জোর করে হলেও ছবি তুলবো। কিন্তু সে সুযোগ ওরা আমায় দেয়নি।

আমি ইস্কুলের কিছু ছাত্র যাদের কে দিয়ে ওরা কাজ করিয়েছে তাঁদের কথাও ধারণ করলাম। আমার হাতে সময় ছিলোনা তাই ভাবলাম পত্রিকায় ঘটনাতা ছপায় কিনা দেখি। ওরা আমাকে এতো বেশী প্রশ্ন করছিল যে আমি উৎসাহ হারিয়ে ফেলি। আর আমার হাতেও সময় ছিলোনা। আমি তখন বাইরে চলে আসছি।

সময় পেলে বিস্তারিত লিখবো। কিন্তু অল্প কথায় এই হচ্ছে ঘটনা। ধর্মের কথা বলে অথচ শিশুরা ঐ দুধ খেয়ে অসুস্থ হবে তার কথা ভাবেনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.