আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনে স্বজন হারানো দিবস আজ

ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....

আজ 13 মার্চ স্বজন হারানোর দিবস......... Click This Link ঊর্ণিষার এই পোস্টটির সম্পূরক হিসেবে আমার এই পোস্টটি দিলাম। সুন্দরবনের কটকা সি বিচে আমরা যখন পৌছলাম তখন সেখানে একজন মানুষও ছিলনা। তবে সেখানকার বালিতে ছিল বাঘের পায়ের ছাপ। সুন্দরবনের একেবারে দক্ষিণের কটকা রেঞ্জের মূলত বাদামতলি সি বিচকেই কটকা সি বিচ বলা হয়। কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থার অভাবেই এখানে সাধারণত মানুষজন আসে না।

এই সি বিচের বালু পরিষ্কার সাদা। পানিও খুব পরিষ্কার। কটকা সি বিচের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে অনেক দূর পর্যন্ত সমুদ্র অগভীর। ভাটার সময় এখানে প্রায় 1-2 কিলোমিটার পর্যন্ত সমুদ্রশুকিয়ে যায়। এ সময় কেউ ইচ্ছা করলেই সমুদ্রের বেশ কিছুটা গভীরে চলে যেতে পারে।

কিন্তু যখন ভাটা শেষ হয়ে যায় তখন সেই এলাকায় খুব দ্রুত পানি বাড়তে থাকে। এ সময় কেউ যদি সমুদ্রের গভীর চলে যায় তাহলেকিনারে ফিরে আসতে পারে না। খুলনা ইউনিভার্সিটি এবং বুয়েটের ছেলে-মেয়েরা 2004 সালের আজকের এই দিনে সম্ভবত এ ধরনেরই এক পরিস্থিতির শিকার হয়েছিল। ছবিতে দেখুন কটকা সি বিচ সংলগ্ন জনবিরল সুন্দরবনের ছবি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।