আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ৯ মার্চ ১৯৭১ ,পল্টনের জনসভায় মাওলানা ভাসানী বলেন ,''বাঙালীরা মুজিবের উপর বিশ্বাস রাখেন''।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

৯ মার্চ ১৯৭১ । একাত্তর সালের আজকের উত্তাল এই দিনে ঢাকার ঐতিহাসিক পলটন ময়দান এ অনুষ্ঠিত এক বিশাল জনসভায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হমিদ খান ভাসানী ভাষন দেন । বাঙালীর স্বধীনতা আন্দলনের প্রতি একাত্বতা প্রকাশ করে মাওলানানা ভাসানী তাঁর চিরাচরিত দরাজ কন্ঠে ঘোষনা দিলেন , '' হে বাঙালীরা , আপনারা মুজিবে র উপর বিশ্বাস রাখেন , তাকে খামোকা কেউ অবিশ্বাস করবেন না , কারন মুজিবকে আমি ভালো ভাবে চিনি ''। মজলুম জননেতা ভাসানী পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন , ''অনেক হয়েছে আর নয় , তিক্ততা বাড়িয়ে লাভ নেই । লা- কুম দ্বিনিকুম অলইয়া দ্বিন'র মতো অথ্যাৎ তোমার ধর্ম তোমার , আমার ধর্ম আমার; পূর্ব বাংলার স্বধীনতা স্বীকার করে নাও'' । জনসভায় মাওলানা ভাসানী তুমুল করতালির মধ্যে বলেন , '' মুজিবের নির্দেশ মতো আগামী ২৫ তারিখের মধ্যে কিছু না হলে আমি শেখ মুজিবের সাথে মিলে ১৯৫২ সালের মতো তুমুল আন্দোলন গড়ে তুলবো'' । মাওলানা ভাসানী এই বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত স্বাধীনতা সংগ্রামে র সাথে পূর্ন আসহা প্রকাশ করলেন ।এবং স্বাধীনতা সংগ্রামের সাথে বামপন্থিদের সম্পর্ক আরো শক্তি শালী হয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।