আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসীর দড়িতে জঙ্গীরা:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

(ছবি ডেইলী স্টারের সৌজন্যে) মার্চ মাসেই হতে পারে জেএমবি'র জঙ্গীদের ফাঁসী। আজকে সকাল বেলা টিভি'র খবরে দেখলাম রাস্ট্রপতি জঙ্গীদের জীবন ভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করেছেন। কাজেই অন্য কোন ঝামেলা না হলে তিন থেকে চার সপ্তাহের মধ্যে ফাঁসী হবে এদের। খুব মনে পড়ছিল দেশব্যাপী জঙ্গীবাদীদের সন্ত্রাসের ভয়াবহ চিএের কথা। নভেম্বরের 14 তারিখে ঝালকাঠিতে এই সন্ত্রাসী জঙ্গীদের আক্রমনে শহীদ হলেন সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পান্ডে।

ফাঁসীর আদেশ অনেকের কাছে নির্মম মনে হলেও এর বিকল্প নেই। গত বছরের মে মাসে এদের দ্রুত বিচার হলেও জনগণকে রাখা হয়েছে অন্ধকারে। আমরা জানতে পারিনি তাদের পেছনের মদদদাতাদের কথা। মনে আছে জামাতের নিজামী বলে বেড়িয়েছেন জঙ্গী বাংলা ভাই পএ পএিকার সৃস্টি!!! এধরণের সন্ত্রাসীদের কোন অস্তিত্ব নেই। এখন এই অস্তিত্বহীন ভুতুড়ে জঙ্গী সন্ত্রাসীদের ফাঁসী হলেও মৌলবাদী রাজনীতির প্রবক্তারা কবে বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন? তারা কি আইনের ফাঁক ফোকর দিয়ে শেষ পর্যন্ত মুক্তি পাবেন? অগি্নঝরা মার্চে তাই শপথ নিতে বলি বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে মৌলবাদী ও জঙ্গী অপশক্তিকে বিদায় করার।

সাতজন জেএমবিকে ফাঁসীর পাশাপাশি নেপথ্যের নায়কদের বের করে আনার দরকার। যারা ধমর্ীয় উন্মাদনাকে পুঁিজ করে রাজনীতি করে তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দরকার। এ ধরণের মেরুদন্ডহীন মৌলবাদী চক্র সেই 1971 সালে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে মুক্তিসংগ্রামী মানুষদেরকে হত্যা করেছে। রাজনৈতিকভাবে পূনর্বাসিত হলেও তাদের ক্ষমা নেই। আমার এখনও মনে আছে, বাংলাদেশে যখন জঙ্গীরা বোমা ফুটাচ্ছিল তখন তাকে নিছক "আইন শৃংখলাজনিত সমস্যা" বলে হালকা করার [link|http://www.somewhereinblog.net/Adda/post/118|e


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.