আমাদের কথা খুঁজে নিন

   

সাদা মার্বেল কালো পরী

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

গেরামের ঠিক মদ্যিখানে মস্ত দিঘি । জল টলটল বৈকেলে সেকেনে রাজ্যির মদ্দা মাগী, দিঘির পাড়ে উবু হ'য়ে, জলে ন্যাজ ডুবিয়ে বস' থাকে । রাঙাপিসোও সেকেনে রোজ নেশার মতো । মাজেসাজে আবার ন্যাজের ডগায় কোঁচানো উড়নি ; রিবন দিয়ে ন্যাজে ফুল বেঁধে রাঙাপিসিও সেদিন সঙ্গে সঙ্গে যায় । যেতে যেতে ব'লে , আ মোলো যা! ন্যাজে সদ্দি হ'বে যে! গেরামের ঠিক মদ্যিখেনে মস্তএকটা দিঘি আর সে দিঘির পাড়ে বৈকেলবেলায় ন্যাজ ডুবিয়ে ব'স থাকাটাও এখেনে অনেকদিনের রেয়াজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.