আমাদের কথা খুঁজে নিন

   

পরাজিত মেঘদল এবং প্রসঙ্গ ঃ উলটো দৌড়



আমাদের কারিকুলাম এবং চারপাশ খুব ছোট বেলাতেই সাফল্যের ইঁদুর দৌড়ে দাঁড় করিয়ে দেয়। সে এক দুর্মর ভোঁদৌড়। সে রকম একটা দৌড়ে বেশ ভাল ছুট দিয়ে বন শহরে পেঁৗছে (ফরেস্ট গাম্পের দৌড়ের মতো খানিকটা) দেখা হলো একজন আপাদমস্তক উদাসীন ঔপন্যাসিকের সঙ্গে। যার লেখা উপন্যাসের পান্ডুলিপি পড়ে মনে হয়েছে জেমস জয়েসের সঙ্গে বসে কফি খেতে পারতো এই লোকটা। ইন্ডিয়ান ফরেণ সার্ভিস ছেড়ে মুক্তির আনন্দে একটা উলটো দৌড় দিয়েছেন তিনি।

এই উলটো দৌড়টা আমার ভারী মনে ধরেছে। যদিও আমি নিশ্চিত নই তাঁর উপন্যাস জীবদ্দশায় ছাপা হবে কীনা। আর একজন আলোর মানুষকে কাছ থেকে পেয়েছি আমি যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা কিংবা সিভিল সার্ভিসের সিঁড়ি না মাড়িয়ে মফস্বলের ভাল কলেজ গুলোতে বুঁদ হয়ে দর্শন পড়িয়েছেন। সেটাও প্রচলিত 'ইয়ার্ড স্টিকে' একটা উলটো দৌড়। দৌড়ে গিয়ে লাল ফিতে ছুঁয়ে মেডেল জেতাটাই সাফল্য নাকি উলটো দৌড়টাই গন্তব্য! আজকাল খুব ভাবাচ্ছে আমাকে।

আমাদের সফল মন্ত্রী-আমলা-বণিক-এনজিও ব্যবসায়ী-কর্পোরেট সওদাগর, শোবিজের যাদুকরদের সাফল্যের নমুনাগুলো যখন আগামী প্রজন্মের সামনে কোন উজ্জ্বল বাতিঘর হয়ে উঠতে পারেনি, তখন সাফল্য বিষয়ক সাব-অল্টার্ণ ভাবনাকে খুব অপ্রাসঙ্গিক বলবেন কী! [গাঢ়]'পরাজিত মেঘদল'[/গাঢ়] তাই বোধের খরা এবং মঙ্গার মরশুমে এক পশলা বৃষ্টির প্রতীক্ষায় লেখা একটি উপন্যাসের উলটোদৌড়। শুভেচ্ছাসহ- মাসকাওয়াথ আহসান বন, জার্মানী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।