আমাদের কথা খুঁজে নিন

   

মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ (2005)

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

মেলাদিন সিনেমা দেখা হয় না। ডেইলি রুটিন একটু এলোমেলো হওয়ায় সিনেমা দেখা কমে গেছে। এর মধ্যে দেখলাম মি. অ্যান্ড মিসেস স্মিথ। দাম্পত্য যুদ্ধের মুভি।

অভিনয় করেছেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। জন স্মিথ ও জেন স্মিথ। বলা হয় এই মুভিতে অভিনয় করার সময় তারা ব্রাড ও জোলি ইশকে ফেঁসে গিয়েছিলেন। যার ফল হিসাবে গত বছর একখানা বাচ্চাও জন্ম দিয়েছেন তারা। মি. অ্যান্ড মিসেস স্মিথ ছয় বছরের দাম্পত্য জীবনে জানতে পারেনি তার স্বামী বা স্ত্রী সেক্রেট এজেন্ট হিসাবে কাজ করে বা গুপ্ত হত্যা অভিযানে তারা দুজনেই দক্ষ যোদ্ধা।

কিন্তু ম্যারেজ কাউনসেলিং-এর সময় ব্যাপারটি বেরিয়ে আসে। বিপক্ষ দুই সংস্থার হয়ে কাজ করতো মি. অ্যান্ড মিসেস স্মিথ। সংস্থা দুটি একে অপরকে হত্যা করার জন্য তাদের দুজনকে নিয়োগ দেয়। শুরু হয় জন বনাম জেন যুদ্ধ। অস্ত্র সজ্জিত হয়ে সর্বশক্তি নিয়োগ করে পরস্পরের ওপর লাফিয়ে পড়ে।

সে এক আশ্চর্য যুদ্ধ। বেডরুম, কিচেন সর্বত্র এক টানটান উত্তেজনা। কিন্তু শেষ পর্যন্ত পরস্পরের প্রতি আস্থা ফিরে আসে তাদের। এবং যৌথভাবে শত্রুর মোকাবেলা শুরু করে তারা। আর শেষে যা হয়... জয়ী হয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।

কিন্তু সিনেমাটি দেখে আমার বারবার একটি সশস্ত্র দাম্পত্য কলহে রক্তপাতহীন টানটান যুদ্ধের আইডিয়াটি বিশেষ পছন্দ হয়েছে। বাকী থাকলো অ্যাকশন। এ আর নতুন কী? তবে ব্রাড ও জোলির বাচ্চাটা কিন্তু নতুন। যদিও কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, ভাল করিয়া ভাবিয়া দেখিলে পৃথিবীতে শিশুর ন্যায় পুরাতন আর কিছুই নাই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.