আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলা হাইজ্যাক (পৌষমাস, সর্বনাশ পর্ব)



বইমেলা হাইজ্যাক হয়ে গেছে। খবর সত্যি... বানানো কিছু না। বিশ্বাস না হলে গুগলে ইংলিশে বই মেলা লিখে সার্চ দিয়ে দেখেন, বাংলা একাডেমীর বা একুশে বইমেলার কোন নামগন্ধও নাইক্কা। সব হাইজ্যাক হয়ে গেছে। কে করেছেন? (লাজুক লাজুক চাপা হাসি)। গুগলী ভাইয়ার এক নম্বর স্পট নেয়াটা খারাপ না বলে মনে হয়। জনগন মনে হয় আগের চেয়ে একটু বেশী এই সাইটের দিকে কৃপাদৃষ্টি দিচ্ছেন। সাধারনত এক মাসে যা বই বেচি, আধা মাসেই তার চেয়ে বেশি বিক্কিরি হয়ে গেছে। একুশে বইমেলার বইগুলো আপডেট কেন করা হয় নাই তাই নিয়ে এক বস্তা বকা ঝকা খাচ্ছি। ফোন বন্ধ, মেইল করলে কেউ জবাব দেয় না, প্রকাশকরা বই বেচতে ব্যাস্ত, আমি কি করিবঃ( যাই হোক, একুশের স্পিরিট নিয়া সবাই আবার ভিজিট করেন !@@!489429 !@@!489430 !@@!489431 !@@!489432

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।