আমাদের কথা খুঁজে নিন

   

শেষরাতের স্বপ্ন

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

1তারিখে রাতে একটু বৃষ্টি হলো, আমি তো বরাবরের মতো কাঁথা গায়ে দিয়েই ঘুমিয়ে পড়েছি। ভোরের দিকে, মানে রাতের শেষ আর ভোরের শুরু এমন একটা সময়ে বেশ ঠান্ডা লেগে উঠলো। আলস্য ভেঙ্গে উঠে লেপ অথবা কম্বল নেব মশারীর বাইরে এসে তেমন ইচ্ছা করলো না। ঠান্ডা এেিদক ভালোই লাগছে।

উঠলাম না। কুকড়ি মুকড়ি দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝে টের পেলাম শরীর বেশ উষ্ণ হয়ে উঠলো। মনে হলো কেউ গায়ে কিছু চাপিয়ে দিলো, মুখটাও দেখলাম মনে হলো ইসাবেলার। আমি ছাদের ঘরে একদম একা ঘুমোই, রুম বন্ধ করে।

আমার গায়ে কে দেবে কিছু টেনে? যাই হোক আরামে ঘুমালাম। আসলে স্বপ্নে আমি ইসাবেলাকে দেখেছি, কতদিন পর ওকে দেখলাম, সেও স্বপ্নে। একমাসের উপরে হলো আমি তোমাকে দেখি না ইসাবেলা। এভাবে কি সুস্থ মানসিকতা নিয়ে দিন যাপন করা যায়?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।