আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা পারো বটে!

তোমরা সম্মানিত ছিলে,সম্মানিত আছ, সম্মানিত থাকবে নিশ্চয়ই। কারণ তোমরা জন্ম দিলে প্রজন্মের পর প্রজন্ম। তোমরা পারো বটে ! তোমরা অবহেলিত ছিলে, জীবন্ত পুতে ফেলা হতো তোমাদের। তোমাদেরকে মনে করা হতো অভিশাপ। তোমরা পারো বটে ! তোমাদেরকে বহুপুরূষ বিয়ে করতো, অথবা তোমরা বহুসামী গ্রহণ করতে, অথচ কেউ তোমাদের দায়িত্ব নিত না।

তোমরা পারো বটে ! তোমরা দিগম্বর হয়ে কাবা প্রদক্ষিন করতে, জুয়ার বাজি হতে তোমরা। মেলায় তোমাদের নগ্ন নৃত্য করানো হতো। তোমরা পারো বটে ! ইসলাম তোমাদের দিল অধিকার ও সম্মান, দিল তোমাদের পুরূষের চেয়ে ৩গুন মর্যাদা। আরো দিল তোমাদের পায়ের নীচে সন্তানের বেহেশত। তোমরা পারো বটে ! কিন্তু ধর্ম থেকে দূরে সরে গিয়ে, ইন্দো পাশ্চাত্যকে অন্ধ-অনুসরন করে, তোমরা আবার তোমাদের মর্যাদা হারালে।

তোমরা পারো বটে ! কখনো স্টার,কখনো সেলিব্রেটি নামে. অথবা প্রতিভার নামে তোমাদেরকে করা হচ্ছে নগ্ন তোমরা হচ্ছো পুরুষের ভোগ্য পণ্য, তোমরা পারো বটে ! তোমরা মায়াবিনী হয়ে,রূপের ঝলক দিয়ে কিশোর,যুবক,বৃদ্ধকে করো উম্মাদ। কত পুরূষ তিলে তিলে হয়ে যায় নিশ্বেষ। তোমরা পারো বটে ! তোমরা খুব সহজেই বিশ্বাস ভংঙ্গ করতে পারো। পরকীয়া করে বোনের সংসার ভাংতে তোমাদের দ্বিধা হয়না, আবার পরকীয়ার জন্য স্বামী,শিশুকে হত্যা করতে পারো তোমরা। তোমরা পারো বটে ! আটশাট.সংকীর্ণ পোশাক পরে, অনেক ছেলেদের তোমরা উত্তেজিত করে তলো।

ইভটিজিং করলে তোমরা আবার মাইন্ড করো বটে। তোমরা পারো বটে ! তোমাদের ক্ষতির জন্য তোমরাই যথেষ্ট। জাল,ননদ,শাশুড়ী হয়ে বউকে করো নির্যাতন, আবার বউ হয়ে শাশুড়ীকে দাও যাতনা। তোমরা পারো বটে ! খুব কষ্ট লাগে যখন তোমাদেরকে, অন্যে-র জন্য হাড়ভাঙ্গা খাটুনী করতে হয়। অথবা যৌতুকের বলী হয়ে মৃত্যবরণ করতে হয়।

তোমরা পারো বটে ! অবাক লাগে যখন তোমরা, ঘসেটি বেগম হয়ে প্রাসাদ ষড়যন্ত্র করো। অথবা হিন্দার মতো পুরুষের কলিজা চিরে খাও। তোমরা পারো বটে ! কি জিনিস তোমরা ! তোমাদের জন্য শাহজান গড়েছে তাজমহল। আবার তোমাদের জন্য ধ্বংস হলো ট্রয় নগর। তোমরা পারো বটে ! তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, কত নারীবাদিরা প্রতিনিয়ত করছে সংগ্রাম।

তারপরে ও প্রতিষ্ঠা হলোনা তোমাদের অধিকার। তোমরা পারো বটে ! তোমাদের ছিল আয়েশা,সুমাইয়া। আরো ছিল রাবেয়া বসরী-রোকেয়া। তাদের অনুসরনই তোমাদের পাথেয়। তোমরা পারো বটে ! তোমাদের অসম্মান করছে ধরনী, তোমাদের জন্য সৃষ্টিকর্তা দিয়েছেন যে বিধান, তাতেই রয়েছে সমস্যার সব সমাধান।

তোমাদেরকে পারতেই হবে। মোহাম্মদ নুরূল আবছার (টিপু) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।