আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মান্ধরা শোন ধর্মন্ধতার ছড়া



ধর্মান্ধরা শোন, ধর্ম নিয়ে বারাবারি নয় ভালো কাজ করো কোন। ধর্মটা হলো মনের ব্যাপার একান্ত আপন বিস্বাস, অন্ধ তোমরা প্র তিবাদ করি যতদিন থাকে নিশ্বাস। খোদার নামে মানুষ মারিছো ধর্ম বিকায়ে তোমরা তোমরা সবাই দরবেশ যেন পাপী-তাপী যেন আমরা। এই পৃথিবীর সকল মানুষ মহান খোদার সৃস্টি কেনো তবে হায় ধর্মান্ধরা কর এতো অনাসৃস্টি। স্বর্গে কে আর নরকে কে যাবে তোমাদের সেটা কাজ নয় হিসাব নিকাস খোদার কাছে সবি আছে জেনো নিশ্চয়। আমাদের এই সভ্যতা আজ যতদূর পথ এগুলো তোমাদের অবদান কতটুকু ভেবে দেখ াজ সেগুলো। খোদার লাগি জীবন যদি বাজি রাখতে পারো কোন অধিকারে খোদার সৃস্টি মানুষেরই আজ মারো। দাংগা লাগাও জাতিতে জাতিতে বারাও মোদের কস্ট তোমাদের লাগি কতযে জীবন হয়ে গেলো আজ নস্ট। ধর্ম পালন করিবে যদি কর্মটা কর ঠিক খোদার সৃস্টি খাদাই তাদের হিসাব নিকাস নিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।