আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিভূজের চলে যাওয়া নিয়ে



খুব সম্ভবতঃ দ্্বিতীয়বারের মতো ত্রিভূজ ব্লগটাকে গুডবাই জানালেন। এর আগেরবার তিনি গুডবাই জানিয়ে ফিরে এসেছেন। এবার কী হবে তা সময়ই বলে দেবে। তবে আমার কাছে মনে হয়, ত্রিভূজের এই ধরণের চরিত্র বেশ পুরনো। তিনি কখনোই স্থির থাকেননি।

কখনো পোস্ট করেছেন, কখনো মুছেছেন। কখনো মন্তব্য করেছেন, কখনো সেটিও মুছেছেন। এক ধরণের আত্ম অহমিকায় ভোগার কারণে এই ব্লগে ত্রিভূজ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। অথচ ত্রিভূজ নিজে তার সেই সমস্যাটি চিহ্নিত করেননি কিংবা করতে চাননি। আর ত্রিভূজের প্রতিটি পোস্টেই তাবৎ বিচিত্র নামাধিকারী সব ব্লগাররা সাফাই গাওয়ার জন্য কোত্থেকে হাজির থাকতেন আল্লাই মালুম।

এর আগে সামহয়ারকে অ্যান্টি ইসলামিক সাইট বলে তিনি প্রস্থান করতে চেয়েছিলেন। আবার ফিরে এসেছিলেন সেই অ্যান্টি ইসলামিক সাইটেই। আমার কখনো মনে হয়নি তার কথার সঙ্গে কাজের খুব বেশি মিল রয়েছে। যাহোক, ত্রিভূজ তো চলে গেলেন। কিন্তু তার নিকগুলোর কী হবে তা তো বলে যাননি।

কাজেই চলুক ত্রিভূজের নিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।