আমাদের কথা খুঁজে নিন

   

বেগুনি কন্যা

বাংলা প্র্যকটিস করাই হচ্ছে উদ্দেশ্য

মেয়েটার নাম ছিল সোফিয়া। কিন্তু আমরা ডাকতাম পারপল (বেগুনি) বলে। তার কারন অবশ্য আছে। ওর মত বেগুনির প্রতি এত অবসেস্ট আমি কখনো দেখিনি। তার ব্যগ, জুতা, মোজা, শার্ট, জিন্স প্রাই সবি বেগুনি ছিল।

ও কোনদিন অন্য কোন কালার পরলে আমরা সবাই খুব অবাক হতাম। ও র রুম ও বেগুনি পেইন্ট করেছিল। চশমা যে পরত, সেটার ফ্রেম বেগুনি। তারপর চশমা ছেড়ে যখন কনট্যক্ট লেন্স কিনল, সেটাও ঘন বেগুনি ছিল। আরো এক ধাপ এগিয়ে, একদিন দেখি ওর লম্বা সোনালি চুল ও বেগুনি করে ফেলেছে।

মেয়েটা খুব ইন্টারেসটিং ছিল। পরে অবশ্য ওর অবসেশনটা একটু কমেছিল। তবে বেগুনি পৃতি কখনোই যায়নি। সিনিয়র ইয়ারে প্রম নিয়ে যখন খুব হইচই চলছিল, ওকে জিগ্গেস করলাম, ও কি plan করছে। ও বলল, ও চুল ডাই করবে।

বললাম, "don't tell me, its going to be purple, right? "। ও হেসে আমাকে অবাক করে দিয়ে বলল, "না এবার ঠিক করেছি খোপা করব। খোপাটা থাকবে কাল, আর বাকি চুল থাকবে লাল। " ভাবলাম, যাক, অন্য কালার তাহলে ওর নজরে পড়ছে এখন। আগে আমার প্রিয় কালারগুলোর ভেতর বেগুনি ছিল একটি, কিন্তু ওকে মিট করার পরে এত বেশি বেগুনি দেখে ফেলেছিলাম, যে অনেকদিন পর্যন্ত বেগুনি সহ্য করতে পারতামনা।

ওর সাথে যোগাযোগ নাই বহুদিন। তবে এখনো বেশি বেগুনি দেখলে শুধু ওর কথাই মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।