আমাদের কথা খুঁজে নিন

   

পাগলের চলনসই ধারা

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

পাগল সমাচার স্বাভাবিক আচার বা চিন্তা হতে বিচু্যত ও বিকৃত মানুষকে পাগল বলা হয়। ন্যাংটা পাগল থেকে শুরু করে ঠান্ডা মাথার কাজ পাগলও এর অন্তর্গত। রাস্তার উলঙ্গ পাগল দেখে আমরা হাসি, কেউ করুণা বোধ করি, কিন্তু শীত গ্রীষ্ম উপেক্ষা করে যৎসামান্য ছালা গায়ে জড়িয়ে এ অভুক্ত মানুষ গুলো কেনো কিভাবে অযত্নে পড়ে থাকছে, তার চিন্তা করা সুস্থ মানুষের কাজনা। বেওয়ারিশ কুকুর সুস্থ মানুষ হাতড়াতে যাবে কেনো? কারণ ছাড়াই নিজের দোষেই তারা পাগল হয়েছে। আপনাদের বিবেক কি বলে পাগল হওয়া এতই সহজ? নাকি ছোয়াচে ব্যাধি? আমাদের এক স্যার আছেন মতিন পাগলা।

এন্টেনা ম্যান। মাইক্রোওয়েভ এন্ড এন্টেনা প্রপাগেশনের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রফেসর। এক হাতে একাধিক এন্টেনা আর অপর হাতে গাদা খানেক ভারি বই নিয়ে কাশে ঢুকেন। বহুবার ভুল করে অন্য কাশ ঢুকে লেকচার দিতে শুরু করার আগেই ছাত্ররা দৌড়ে এসে তাকে ধরে নিয়ে গিয়েছে নিজের ক্লাশে। পড়ার মধ্যে বেশির ভাগই পাগলামির আলাপ, " পুলসিরাতে মানুষ কিভাবে পার হবে জানো? এর একপাশে থাকবে পজিটিভ পোল আর অপর পাশে নিগিটিভ পোল" মাইক্রোওয়েভ চার প্রকার , " এক মুসা (আঃ) এর লাঠি, দুই........., তিন........., চার হলো এক প্রকার পাথর, সহি নিয়তে কোন লাল কাপড়ে রাখলে মনের বাসনা পূর্ণ হয়" এর মাঝে ছাত্ররা কখন যে তাদের আসল পড়ার জিনিসগুলো পেয়ে যায় সেটা তারা কখনই টের পায়না।

কাশ শেষে ঠিকই প্রয়োজনীয় কথায় ভরা থাকে সবার ক্লাশ নোট। প্রচুর পাগলামি আর হাসাহাসি হলেও মাঝে মাঝে ছাত্ররা হঠাৎ কিছু ফালতু কথা শুনেও চুপ হয়ে যায়। ছাত্রদের মনে হতে থাকে ৃৃ... তাদের সামনে দাড়িয়ে থাকা আপাত বদ্ধ পাগল বুড়ো মানুষটিই পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষ, তার সামনে বসে থাকা ছাত্ররাই তখন নিজেদের বদ্ধ পাগল ভেবে অসুস্থ বোধ করতে থাকে। সমাজে , পৃথিবীতে কিছু সূক্ষ অথচ গুরুতর ঘটনা ও বিষয় আছে, যা আমাদের সুস্থ চোখে কখনই ধরা পড়েনা। এগুলো শুধু মতিন পাগলরাই দেখতে আর বুঝতে পারে।

জাতে মাতাল তালে ঠিক এরকম পাগলরা সমাজ আর দেশের চিন্তা আর বাস্তবতার মোড় ঘুরাতে পারে। কারণ সহণীয় অসততার মাঝে ডুবে থাকা সুস্থ মানুষদের থেকে তারা আলাদা অভিপ্রায় নিয়ে মানসিক ও নৈতিক যুদ্ধ করে বেচে থাকে। বাকিরা নষ্ট সময়ের দাসত্ব করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।