আমাদের কথা খুঁজে নিন

   

পাগলের সুখ মনে মনে!!

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে।

প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদা

"আনন্দ" ব্যপারটা যে সম্পূর্ণ কল্পনা-নির্ভর আমার এক বড় ভাই কিছুতেই তা মানতে চাচ্ছেনা। তাঁর ধারণা বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে-সাথে তাঁর জীবন থেকে সব আনন্দ নির্বাসনে চলে গেছে। ব্যস্ততাময় জীবনে আনন্দ থাকেনা! আমি তাকে বললাম: জীবনটাকে আনন্দময় ভাবলেই আনন্দ।

আপনি যদি সবসময় "জীবন বোরিং হয়ে গেছে" ভাবনাতে থাকেন, তাহলে বড় কোন আনন্দময় ঘটনাও আপনাকে সুখ দিতে পারবেনা। সে বিড়-বিড় করে বলল "হুম। পাগলের সুখ মনে মনে। " বড় ভাইটি তখন চুইংগাম চিবুচ্ছিল। তাঁর এই কথা শুনে আমি তাঁর মুখের চুইংগামটার দিকে ইঙ্গিত করে বললাম "আনন্দ আহোরন করতে চাইলে এই চুইংগাম থেকেও সম্ভব।

" সে অবাক হয়ে বলল "চুইংগাম থেকে বড়জোর মিষ্টি আহরন করা যাবে। কিন্তু, আনন্দ কিভাবে?" বললাম " একটা ঘটনা কল্পনা করেন। মনে করেন, আপনি চুইংগাম চিবুচ্ছেন। চিবাতে-চিবাতে হঠাৎ সেটা গিলে ফেললেন। কিছুক্ষনের মধ্যে ভুলেও গেলেন।

পরদিন আপনি বাথরুমে গেলেন। আপনার গিলে ফেলা গামটা স্বাভাবিক ভাবে বের না হয়ে বেলুনের মত ফুলে-ফুলে বের হতে শুরু করল। আপনি কিছুক্ষণ আগে যেভাবে ফুলালেন সেভাবে...। আমার কথা শেষ না হতেই সে হেসে ফেলল। হঠাৎ হাসি থামিয়ে ফিস-ফিস করে বলল "ঘটনাতো একটা হইছে।

চুইংগামতো গিলে ফেলছি..!" এই বলে বিকট শব্দ করে আবারো হাসি শুরু করল। এবার আর হাসি থামেই না। তাঁর হাসি-মুখ দেখে আমি বিষণ্ণ হয়ে গেলাম। ভাবছি... " আহা! মানুষের জীবনে আনন্দের কত অভাব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।