আমাদের কথা খুঁজে নিন

   

শাড়ী.................

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

শাড়ী আমি সাধারণত গায়ে হলুদে, ঘনিষ্ট ভাই বোনের বিয়েতে বা বান্ধবীর বিয়েতে বা বৈশাখীর প্রথম দিন .........ইত্যাদি সময়ে পরা হয় । শাড়ী পরে বিরক্ত লাগে হাঁটতে ,তারচেয়েও বেশী বিরক্ত লাগে সিড়ি দিয়ে নামা আর উঠার সময় । আর পরার সময় কয়েকবার পরতে হয় ডান বাম গুলিয়ে ফেলি....................(আম্মাআআ) তারপর ও শাড়ী জিনিস টা অন্যরকম ................... মাঝে মাঝে অনুষ্ঠানগুলোতে পরি যখন ভালই লাগে.............. শত কষ্টের মাঝেও অন্যরকম একটা ভাব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।