আমাদের কথা খুঁজে নিন

   

শূণ্যস্থান পূরন।

ফাজলামৗ ও বিটলামি, খোঁচা এবং গুতা,

প্রায় চবি্বশ বছর হলো এই এলাকায় আছি। এলাকার সবার সাথেই সুসম্পর্ক রয়েছে। কলোনী মতো এলাকায় থাকি। খোলামেলা; মানুষেরাও উদার! যখন ছোট ছিলাম; আমি ছিলাম বাদরদের রাজা । এলাকার বড়দের সাথে নিস্পাপ বাদরামো করতে খারাপ লাগতো না; আর সিনিয়র বাদরেরাও উৎসাহ দিত।

কলোনীর ধারা বজায় রাখতে হবে যে! ধীরে ধীরে বড় হলাম; কলেজ-ইউনি'র প্রেশারে আর সময়াভাবে এখন এলাকার ভালো ছেলেদের মধ্যে আমরা এগিয়ে। আন্ডা-বাচ্চারা এখন দাবড়িয়ে বেড়াচ্ছে। ক্রিকেট টুর্ণামেন্ট; ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ; সুটবল কাপ এর বিশেষ অতিথি হয়েছি এখন খেলোয়াড় থেকে! কলোনীর সূত্রানূসারে এখন বন্ধুদের কেউ ই নাই; তাদের বাবাদের রিটায়ারমেন্ট বা স্থান বদলের কারনে। আমরাও যাচ্ছি খুব শিগগিরই...... ঘটনা লিখতে গিয়ে প্যাচাল পারতেছি! অবশ্য এখন লেখাটা ঠিক আসছে না। মনটা ভারী হয়ে যাচ্ছে।

অবশ্য শূণ্যস্থান পূরন কলোনীতে ঠিকই হয়েছে। যেমন আমার লেখাটায় হলো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।