আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ালের গলায় ঘন্টা পরাবে কে?



আমার অফিস বিজয়সরণীর মোড়ে। দুপুরে খাবার পর অফিসে ফেরার পথে দেখি একদল উৎসুক জনতা মন দিয়ে কিছু একটা দেখছে। ভাল করে লক্ষ্য করলাম...যা করলাম, তা মোবাইলের কল্যানে আপনাদের দেখাতে পারছি। কুপার্সের সামনের সিড়ি বুলডোজার দিয়ে ভাংছে পুলিশের লোকজন। হুড় হুড় করে কাস্টমার বের হয়ে গেল, গেইটম্যান শাটার টেনে দিল, তারপর ... ভাংচুর। এক বয়স্ক আংকেল বললো, "ভাাাাং সঅঅব।" আরেক গ্যারেজ কর্মী হুংকার দিয়ে উঠল, "বড়লোক আর গাড়ীওয়ালা সবটারগুলা ভং...গরীব বাইচা থাকলেই চলবো।" আমি কুপার্সের কাছ থেকে টাকা খেয়েছি একথা হয়তো অনেকেই বলবেন...কিন্তু আমার কথা হচ্ছে আমলা মিনিস্টার রা তো আরও বড় দাও মারে...তাদের ঘাড়ে বুলডোজার মারে কে? .::সূফী::.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।