আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ালের ফ্যাশন!

বিড়ালের জন্য ফ্যাশন ক্যাটালগ! অবিশ্বাস্য ঠেকলেও 'ফ্যাশন ক্যাটস' নামে বিড়ালের ফ্যাশন ক্যাটালগধর্মী একটি বই লিখেছেন টোকিওর ডিজাইনার তাকাতো ইবাসা। বইয়ের মূল বিষয় গৃহপালিত বিড়ালের সাজসজ্জা। তাকাতোর নিজেরও দুটো বিড়াল আছে পরম আদরের। একটি প্রিন্সেস প্রিন, অন্যটি প্রিন্স কোটারো। বিচিত্র পোশাকে এদের সাজিয়ে ফ্যাশন গ্রন্থটিতে উপস্থাপন করেছেন তাকাতো।

এর পাতায় পাতায় রঙিন পোশাকে মোড়া বিড়ালের ছবি। কোনোটাতে ঝালর বসানো ফ্রক, কোনোটাতে জ্যাকেট, কোনোটাতে হ্যাট, এমনকি কোনোটাতে পরচুলা মাথায় পর্যন্ত দেখা গেছে তাদের। এক ছবিতে প্রিন্স কোটারোকে দেখা যাচ্ছে হ্যারি পটারের বিখ্যাত চরিত্র হগওয়ার্টের পোশাকে পোজ দিতে। বিড়ালের সজ্জা সম্পর্কে ডিজাইনার তাকাতো ইবাসা ডেইলি মেইলকে বলেন, কুড়ি বছরের বেশি সময় ধরে পৃথিবীতে কুকুরের পোশাক নিয়ে হৈচৈ হলেও বিড়ালের জন্য এমন কিছু করা হয়নি। কারণ আমরা সব সময় মনে করতাম, বিড়াল নিজেই নিজের রূপচর্চা করতে পারে এবং কোনো ধরনের পোশাক তাদের পছন্দ নয়।

কিন্তু বাস্তবতা হচ্ছে, পোশাক পরার কাজটি তারা ভালোই উপভোগ করে। আমার নিজের বাড়িতে একদিন প্রিন্সেস প্রিনের দিকে তাকিয়ে হঠাৎ আমার মনে হলো, তাকে পোশাক পরিয়ে দেই না কেন। এমনিতে তাকে আর দশটা বিড়ালের চেয়ে আলাদা বলে চেনা যাবে না। কিন্তু রূপসজ্জার পর সত্যিই সে হয়ে ওঠে অনন্য। যেন এই পৃথিবীর কেউ নয়।

বিড়ালের রূপসজ্জা নিয়ে মাতামাতির শুরুটা স্রেফ মজা দিয়ে হলেও তাকাতোকে এখন পালন করতে হচ্ছে বিরাট দায়িত্ব। বিড়ালপ্রেমী মানুষের চাহিদা মেটাতে অনলাইনে চালাতে হচ্ছে বিড়ালের পোশাক-আশাক বিক্রির একটা কারবার। 'অনেকেই আগ্রহ প্রকাশ করেছে এসব কেনার জন্য, চাহিদাটা বিপুল'_ জানান তিনি। ফ্যাশন ক্যাটস নামে গ্রন্থটিতে বিয়ের পোশাকসহ ৬০টির বেশি বিড়ালের পোশাক তুলে ধরেছেন তাকাতো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।