আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ালের ভয়ে

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

বাঘের মাসি উপাধিটা যথার্থই হয়েছে নিউজার্সির এক পাহারাদার বিড়ালের জন্য। যার তাড়া খেয়ে ইঁদুর, কুকুর কোন ছার, বুনো ভালুকও পালানোর পথ পায় না। সে বিড়ালের ভয়ে এক ভালুক সম্প্রতি গাছের মগডালে চড়েছে। গৃহকত্রর্ী ডোনা ডিকি স্থানীয় দ্য স্টার লেজার পত্রিকাকে বলেন, প্রায় সময়ই বাড়িতে ছোট খাটো প্রাণী প্রবেশ করে। তবে এবার একেবারে তাগড়া জোয়ান ভালুক।

তিনি জানান, তার পোষা বিড়াল জ্যাক ছোটখাট এসব প্রাণীদের থেকে বাড়িকে রা করার জন্য পাহারায় থাকে। ঐ দিনও পাহারায় ছিল। হঠাৎ আঙ্গিনায় এক ভালুক এসে হাজির। জ্যাক মুহূর্তেই তাকে দেখে ফেলে। ব্যাস আর পালায় কোথায়।

শুরু হলো ইঁদুর দৌড়। বিড়ালের ধাওয়া খেয়ে দিকদ্বিদিক জ্ঞান শূন্য হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে ভালুকটি। শেষে উপায়ান্তর না দেখে উঠে পড়ে লম্বা এক গাছের চূড়ায়। জ্যাকও একনিষ্ঠ পাহারাদারের মতো গাছের গোড়ায় লেজ উঁচিয়ে পাহারা দেয়া শুরু দিল। সঙ্গে স্বভাবজাত গর্র্ শব্দে ভালুককে শাষিয়ে যাচ্ছে।

বিড়ালের শব্দে বিরক্ত হয়ে ডোনা বাইরে গিয়ে দেখেন বেচারা ভালুকের ত্রাহি অবস্থা। জ্যাককে সরিয়ে আনেন ডোনা। ভালুক সুযোগ বুঝে দে ছুট। বিবিসি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।