আমাদের কথা খুঁজে নিন

   

মিথিলার জন্য....

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

মিথিলাকে আমি কখনো দেখিনি। কিন্তু ব্লগের কারনেই ও অন্যদের মতো আমার কাছে অনেক পরিচিত একজন। ওর প্রথম পোস্টটা পড়েই কমেন্ট করেছিলাম সম্ভবত। পরে দেখলাম মিথিলা ওর একটা লেখায় অন্যদের সঙ্গে আমাকেও সেজন্য কৃতজ্ঞতা জানিয়েছে। বেশ কিছুদিন পেশাগত ব্যস্ততার কারনে আমি ব্লগে নিয়মিত নই।

মাঝে মধ্যে লগ ইন করলেও পোস্ট দেয়া বা কমেন্ট করার মতো সুযোগ পাইনি। আজ হঠাৎ ব্লগে এসে খবরটা দেখেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। এইটুকুন মেয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কোথায় আছে ও ? কেন এমন হয় ? এই ছোট্র মেয়েটির তো বেঁচে থাকার অধিকার ছিলো। অসীম দয়াবান সৃষ্টিকর্তা কি মেয়েটির স্বপ্নগুলো পূরনের সুযোগ দিতে পারতোনা ? জানিনা মিথিলা তুমি কোথায় আছো.. কেমন আছে... বোন আমার... ।

তবে যেখানেই থাকো.. প্রার্থনা করি তুমি ভালো থাকো। আমরা আছি নিরন্তর তোমার সঙ্গে। আমাদের কাছে তুমি অমলিন থাকবে এবং দৃঢ়তার সঙ্গে বলতে চাই মিথিলা থাকবে আমাদেরই একজন হয়ে। তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা মিথিলা..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।