আমাদের কথা খুঁজে নিন

   

মিথিলার জন্য শোকগাঁথা

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা

মিথিলা জানতো না কাকে ভালবাসতে হয় আর কার মুখে ঘৃণাভরে থুথু ছুড়ে মারতে হয় মিথিলা ভেবেছিল আসলে প্রতিটা বোকামেয়েই ভাবে তার ভালবাসার অলৌকিক ছোঁয়ায় সব বদলে যাবে ভালবাসার মায়াবি ডানায় বয়ে আনবে শুধু আলো তার নষ্ট হয়ে যাওয়া প্রেমিক হয়ে উঠবে ভালো। মিথিলা সব কিছু হারিয়ে বুঝে আসলে বদলায় না কিছু আরো জেকে বসেছে যে দুর্ভাগ্য নিয়েছিল তার পিছু ওদেরওতো পোষাচ্ছেনা সোনার ডিমপাড়া রাজহাসীতে আরো বেশি চায়, শুধু চায় না তাকে ভালবাসিতে। মিথিলাতো ভালবসার হাত ধরে ছেড়েছিল সব আর ওরা তার ফেলে আসা সম্পদ নিয়ে করে কলরব। মিথিলা মেনে নিয়েছিল, তার জন্য সৃষ্ট অনন্ত নরক তাতে নিস্তার নেই, বন্ধ হয়ে যায় জীবনের সব সড়ক। জিহ্বায় লোকানো দন্তক আর আস্তিনে লোকানো নখর সুপ্ত থেকে আসে প্রকাশ্যে কোমল গ্রীবায় হয়ে উঠে প্রখর শেষ হয় মিথিলা, তারপরেও সবায় মিলে ফাঁসিতে ঝুলায় তারপরও সমাজ-প্রশাসন মিলে তীব্র অগ্নিময় চিতায় উঠায়। মিথিলাতো মুসলিম নয়, পুরুষ নয়, সুদূরের নারী মালাউন আগুনের তীব্রতায়, সব গলে যায়, নিশ্চিহ্ন হয় কঠিন খুন তীব্র ধোয়ায় বাতাসে মিশে যায় মিথিলার কোমল দেহ কারো দাবি নেই, কোন প্রমাণ নেই, মিথিলার পাশে নেই কেহ। যে আকাশে মিথিলা মিশে গেল, ভর করে মায়াবি ডানায় এটা নির্মম খুন! নির্মম খুন! শুধু অর্থহীন সে আকাশ জানায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।