আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা 1989 ।। স্যানাটোরিয়াম

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

স্যানাটোরিয়াম 8. কুমারীদের ব্যাপারে আমার আগ্রহ কম। তাদের মায়েদের ব্যাপারেও। ঘোড়ারা এসব জানে।

কিছু ফ্রেশচিপ্স্ কিনে দেয়া যায়, কুমারীদের। গভমেন্ট নিশ্চয়ই এ ব্যাপারে কোনো আপত্তি করবে না। আমার অভিভাবকরা অবশ্য উদার মুসলমান। কুমারীদের সঙ্গে লিফটের মধ্যে দেখা হয় আমার। তাদের শরীরে শ্যাওলা! স্ট্রেচারভর্তি মেয়েরা হাসতে হাসতে আসে।

হাসতে হাসতে যায়। তারা লুকিয়ে স্ল্যাং বলে। লুকিয়ে পিন আপ পড়ে তারা। আমি অবশ্য প্রকাশ্যেই ফেশচিপ্স্ খাই। প্রকাশ্যেই হাগামুতা করি।

কুমারীরা এসব ব্যাপারে কোনো আপত্তি তোলে না। তাদের মায়েরাও না। কুমারীদের সঙ্গে দেখা হলে, তারা সার্টিফিকেট দেখায় আমাকে। আমি তাদের কাছে ঘোড়াদের গল্প করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.