আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের পূর্ণতা : নিজভূমে ফিরলেন জনক

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

সূর্য্য মাঝ আকাশ পেরিয়ে একটু ঝুঁকেছে। ঘড়ির কাঁটায় ঠিক দেড়টা। মেঘের বুক চিরে বেরিয়ে এল যন্ত্রপাখি। ব্রিটিশ রয়েল এয়ারফোর্সের রূপালী-নীলাভ কমেট। তেঁজগার বিধ্বস্ত রানওয়ে পেরিয়ে টারমাকে।

অপেক্ষায় লাখো মানুষ। বিজয়ী মুক্তিযোদ্ধা, মিত্র সেনা, সাধারণ মানুষ একাকার। জয় বাংলায় প্রকম্পিত চারদিক। কাঁপছে চারপাশ। নামলেন, বঙ্গবন্ধু।

অনেক শুকিয়েছেন। মুখেও ক্লান্তির ছাপ। নিমেষেই উবে গেলো। এক চিলতে হাসি ফুটে উঠল মুখে। সেই ১০ মাস আগে বলে গেছেন 'আর আমাদের দাবায়া রাখতে পারবা না।

' ফলে গ্যাছে। বাংলাদেশ স্বাধীন। জনারণ্য। ভিড় ঠেলে এগুলেন প্রিয় সহযোদ্ধাদের দিকে। নজরুল ইসলাম, তাজউদ্দিন।

নিরাপত্তায় থাকা ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা দায়িত্ব ভুলে বিস্ময়ে তাকান কিংবদন্তীর দিকে। তাকে একটু ছুঁয়ে দিতে হুড়োহুড়ো পরে যায়। ট্রাক মিছিল রওয়ানা হয় রেসকোর্সের দিকে। ফিরেছেন বঙ্গবন্ধু। ফিরেছিলেন ঠিক ৩৫ বছর আগে এই দিনে।

তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে। মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ বিজয়। এইদিনে! পাদটীকা : ৬ ঘণ্টার ব্যর্থ চেষ্টা, ভিডিও আপলোড করা গ্যালো না! এভাবেই সই


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.