আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা 1989 ।। স্যানাটোরিয়াম

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

স্যানাটোরিয়াম 7. আমার এসব নয়। আমার তো রেল লাইন। অন্ধকারে ছুটে যায়।

আড়িখোলা হয়ে। আমি এসব চাই না। আমি কতো কতো রেললাইন। পকেটে ঢুকিয়ে রাখি । রাত্রিবেলা।

আলগোছে ঢুকে পড়ি। নার্সদের সঙ্গে ঢুকি। তাদের অ্যাপ্রনের ভেতর । কতো রকম রেল লাইন। থার্ড ক্লাসে ঢুকি।

নিম্নমান যাত্রীদের মধ্যে। বলি, 'আরে শোনো ভাই আমি তো নিমিত্ত মাত্র। মৃগীরোগীদের সঙ্গে আমি উচ্চাঙ্গ সঙ্গীত। আমারে বসতে দাও। আরে আমি তোমাদেরই লোক।

দ্যাখো, তোমাদের বাপদাদা, চৌদ্দগুষ্টি, যাহা যাহা দ্যাখে নাই। তাহা তাহা দ্যাখো দ্যাখো। এই দ্যাখো ব্রডগেজ লোহার গাম্ভীর্য। দ্যাখো, আমার পকেটে। তোমাদের কুমারী মেয়েরা।

গুলে যাচ্ছে জলরঙে। গুলে যাচ্ছে তেলরঙে। গুলে যাচ্ছে জলপাই তেলের কুয়ায়। ছুটে যাচ্ছে তোমাদের কুমারী মেয়েরা। যা আছে সমস্ত নিয়ে।

ঢুকে পড়ছে একে একে। বিশাল সংকোচ নিয়ে। সংকুচিত নিজ নিজ যোনির ভেতর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.