আমাদের কথা খুঁজে নিন

   

পুরান ঘটনা

ফাজলামৗ ও বিটলামি, খোঁচা এবং গুতা,

আমার বড় ভাই, ছ্যাকা খাইছে না দিছে এইটা লইয়া গবেষনা চলতে থাকলেও হে যে বর্তমানে একা এ বিষয়ে কুনো সন্দেহ নাই! অনেক আত্নীয় বেশ খুশি, কারন তারা নিজের পছন্দের মাইয়ার সাথে বড়'র বিয়া দিবার পারব। বেশ লম্বা-চওড়া লোভনীয় বেতনের মালটিন্যাশনাল চাকুরেকে হাতছাড়া করার মত গাধা কেউ না। তাই সকলেই চাকু শান দিতাছে....সময় হইলেই হালাল!!! তা বেচারা বড় কয়েকদিন আগে ঈদ-পরবর্তী পূনর্মিলনী কাম এক বিয়ের দাওয়াতে গেছে। সাথে এই অধম ও ছিল। (বেকার মানুষ, তাই হের লগেই থাকি...হাত-খরচটা উইঠা আসে ) । তা সেখানে সিনিয়ার সিটিজেন রা আইসা ভাইয়ার হাত টানে, গাল টানে.. ওলে বাবা, কত্তো বড় হয়েছিস। তারপর গুতোগুতি কইরা কয় "এরপর কিন্তু তুই"! ভাইয়াও সুযোগ খুজতাছিল কি করন যায়!!! তারপর জিগাইলো যে "আইচ্ছা, নানার তো সামনে বার্ষিকী" কয় হ্যা, ক্যান? কয়, না এর পর তো আপনে!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।