আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডন পুরান

লন্ডন পুরান ৪ : লন্ডন শহরে বিনা পয়সায় মুত্র বিসর্জন করার স্থান খুঁজে বের করা খুবই কষ্টকর। দিনে দিনে বাড়ছে টয়লেট ফি। ২০০৯ সালের টিয়ার ৪ ভিসা প্লাবনের সময় এক বাঙালি ছাত্রকে তো পঞ্চাশ পাউন্ড জরিমানা দিতে হলো খোলা জায়গায় মুত্র বিসর্জনের জন্যে।প্রথম প্রথম ২/১ বার মুত্র বিসর্জনের স্থান খুঁজে পেতে আমার ও যে কষ্ট হয়নি তা কিন্তু না। তার পর এক মুরুব্বি ( লন্ডনে আমার থেকে ৪ বছর আগে এসেছেন ) আমাকে উপদেশ দিলেন যে বিনা পয়সায় মুত্র বিসর্জনের স্থান হলো বিভিন্ন ধর্মের উপাসনালয়, স্বনাম ধন্য ফাস্ট ফুডের দোকান যেমন ম্যাকডোনাল্ড, কে এফ সি ইত্যাদি , পাব ( শুড়ি খানা ) ঘোড়া কুত্তার ঘর ( জুয়ার ঘর ) ইত্যাদি।জন সংখ্যার তুলনায় বিনামূল্যে মুত্র বিসর্জনের স্থান খুব্বি কম।আজকাল রিসেসনের বাজারে পাব গুলা সোনালী তরল না কিনলে মুত্র বিসর্জন করতে দেয় না।আবার যেহেতু ম্যাকডোনাল্ড ইহুদিদের মালিকানাধীন সেহেতু নীতিগত ভাবে ইহাও বর্জনীয়। এমতাবস্তায় নি-এলকোহলিক (নিরামিষের মত ) হালাল বাদী দের বিনামূল্যে মুত্র বিসর্জনের তালিকা থেকে ক্রমশ খর্বকায় হয়ে আসছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.