আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা 1989 ।। স্যানাটোরিয়াম

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

স্যানাটোরিয়াম 2. আমার সমস্যা ভাষা নিয়ে। আমি সারাদিন ঘুমাই। রাতেও।

অথচ অন্ধকারে ঘোড়া হাঁটে। আমি হেঁটে হেঁটে চলে যাই সাদা ঘোড়াদের পেছন পেছন আমাদের পরিপ্রেক্ষিতপ্রেম আমাদের নন্দনতত্ত্বে ভরে ওঠে করিডোরের পর করিডোর। দেখি ঘোড়ার লাগাম হাতে চলে যাচ্ছন সাইকোলজিস্টরা। অথচ কেউ আমাকে বুঝতে চায় না! সবাই বলে অ্যাতো ঘুমাও ক্যানো! মিটিমিটি হাসে বলে, মোটা হয়ে যাবে তো! ছেলেরা যে কেমন করে চায়, মেয়েরাও, আমার গা গুলিয়ে ওঠে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার।

আমি এসব। আমি কাকে বলি। আমার বুকে অশ্বক্ষুরধ্বনি, আমার চুলে, জলপাইতেলের গন্ধ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.