আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা 1989 ।। স্যানাটোরিয়াম (1)

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

স্যানাটোরিয়াম (1) [ইটালিক] [গাঢ়] বিধবাদের গান [/গাঢ়] আমাদের পুরুষের জলপাই নাই তারা গায় পরিত্রাণ আমরা তাতে না দেখি অর্গল ওগো কোনো ছায়া নাই চলো পরপুরুষের সঙ্গে যাবো জলপাই কাননে ফিরে যাবো অনেক জলপাই আহা আমাদের পুরুষের জলপাই নাই\ [/ইটালিক] 1. বাঁকা হয়ে শুয়ে আছে শুদ্রপুত্র ভেরেণ্ডাকুমার তার সঙ্গে আমাদের বাল্যকাল থেকে জানাশোনা কী যে তাকে ভালোবাসি কালও আমরা সেকথা বললাম। শুদ্রপুত্র বাস করে বদ্ধ জলাশয়ে তার স্বাস্থ্য নিয়ে আমরা অধিক চিন্তিত একথা জানে সে তবু ভ্রূক্ষেপ করে না আমাদের প্রতি তার ভালোবাসা কম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.