আমাদের কথা খুঁজে নিন

   

২০০৬ সালের হিসাব নিকাশ

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

দৈনন্দিন জীবনে বিদায় সম্ভাষণ জানান অনেকেই। শিক্ষালাভ শেষে শিক্ষালয় থেকে বিদায়, জীবিকা বা উচ্চশিক্ষার জন্য দেশ থেকে বিদেশের উদ্দেশ্যে বিদায় কিংবা সংসার বাঁধনের জন্য কন্যার বাবার বাড়ি থেকে বিদায় - সবই কষ্টের। বছর শেষে বছরকে বিদায় জানানো এখন রেওয়াজ হয়ে গেছে। গেলো বছরে আমরা কী পেলাম বা কী হারালাম সেইসব নিয়ে সবাই হিসাব কষতে বসে। ব্যক্তিগত ডায়েরী, পত্রিকার পাতা বা প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে ভরে যায় সালতামামি বা লাভ-তির অংকের ফিরিস্তিতে।

বছর শেষের করচা নিয়ে ভাবেন গুণীজন, নতুন উদ্যমে শুরু করেন আগামি বছরের কাজ- এটাই নিয়ম। খুব সাদামাটা আমার জীবন। সহসা একটা তুমুল পরিবর্তনে বিশ্বাসী নই। বৈষয়িক ভাবনাগুলো তাই অতোটা কুঁড়ে খায় না। জীবিকার নিত্য-নতুন কৌশলেও থাকি না।

গেলো বছরটা গিয়েছে এভাবেই। তবে ২০০৬ সালে আমার প্রাপ্তিও ছিলো অনেক, হারানোও আছে বেশ। সব প্রাপ্তির মাঝেই কিছু হারানোর আভাস থাকে। আমারও ছিলো সেরকম। যখন একটা কিছু অর্জনের জন্য কিছুটা বিসর্জন অসম্ভাবী হয়ে ওঠে তখন তার দায় আমি দায় কাঁধে নেই না, মনেও রাখি না।

এতে একটা সুবিধা হলো- না পাওয়ার আফসোস কম হয় অন্তত। কিন্তু সবার জীবনে কিছু কিছু হারানো রয়ে যায় অপূরণীয়। তখন সরবে বা নিরবে কান্নায় বুক ভাসানো ছাড়া গত্যন্তর থাকে না। গেলো বছর আমার জীবনেও ঘটেছে সেরকম। ১. প্রাপ্তি বা অর্জন- নেটের অসংখ্য বন্ধু-বান্ধবী, সচল লেখার হাত, কিছু নতুন বইয়ের পান্ডুলিপি এবং প্রিয় কন্যা সন্তান লাভ ২. হারানো বা বিয়োগ- বৈষয়িক বিষয় আশয় বা স্বচ্ছলতা, একজন পরমাত্মীয় এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মা'কে হারানো ৩০.১২.২০০৬


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।