আমাদের কথা খুঁজে নিন

   

একটি কবিতাঃ ছত্রিশগড় থেকে দাবানলে পোড়া একটি চিঠি নিয়ে এসেছি

ছত্রিশগড় থেকে দাবানলে পোড়া একটি চিঠি নিয়ে এসেছি ছত্রিশগড় থেকে দাবানলে পোড়া একটি চিঠি নিয়ে এসেছি তোমার জন্য হে মানুষ - শ্রেণীসংগ্রামের ইতিহাস নিয়ে এসেছি বুভুক্ষু এই কৃষকের জন্য আমি আজ লেমন গ্রাসে সেদ্ধ কিছু ভাত নিয়ে এসেছি কঙ্কাল সার এই শ্রমিকগুলোর জন্য আমি লাল পতাকার মিছিল নিয়ে এসেছি আকাশের বুকে স্বপ্ন ওড়াবো বলে হে মেঘ, আমি আজ রামধনু কিনে এনেছি যৌথ খামার গড়বো বলে হে মাহাতো - একটি লাঙল কিনে এনেছি স্বরাজ আনব বলেই হে অনাগত শৈশব, আমি আজ গান্ধীর বুক চিঁড়ে একটি পাঁজর উপড়ে এনেছি শত্রুর সামনে হাসিমুখে বুক পেতে দেবো বলে আজ - বিসমিল এলাহাবাদীর "সার-ফারোশী কী তামান্না" নিয়ে এসেছি নেশায় আজ মাতাল হব বলে হে সাকী - বরফের সাথে বোতলে বুকের তাজা রক্ত ভরে এনেছি বামাচারী হব বলে হে মা তারা আমি আজ - পার্ক সার্কাস থেকে শিক্ষিত এক জানোয়ার ধরে এনেছি হিংস্র শ্বাপদ হব বলে হে মহাকাল - রাঙা ভৈরবে আমি বজ্র বসন পড়ে এসেছি জোনাকীদের সাথী হব বলে হে রাত - ভিসুভিয়াস থেকে আমি ঠান্ডা আগুন তুলে এনেছি তোর বুকে পাল উড়িয়ে ভেসে বেড়াবো বলেই হে নদী, লাশের তৈরী এক ভেলা বানিয়ে এনেছি তোকে রোজ পূজো দেবো বোলেই হে স্বদেশ, তিন টাকা দিয়ে আমি আগামীর সূর্য কিনে এনেছি হে প্রেমিকা আমার! তোমার জন্য তাজা রক্তে ভেজা কিছু নীল গোলাপ নিয়ে এসেছি পুত্র আমার! তোর জন্য যুবভারতে জনযুদ্ধের আগাম বার্তা নিয়ে এসেছি তোকে উর্বর করবো বলে হে মাটি, আমি আজ তোর জন্য পশুত্বের এক ভাগার টেনে এনেছি তোর ঘুম ভাঙাবো বলেই আজ হে জনতা - ছত্রিশগড় থেকে দাবানলে পোড়া একটি চিঠি নিয়ে এসেছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.