আমাদের কথা খুঁজে নিন

   

শীতকাল, কম্বল ও জন দরদ

:) শীতকাল এসেছে আর সাইবেরিয়া থেকে আসা শীতের পাখিদের মত মানব দরদী-রা গ্রামে-গন্জে কম্বল নিয়ে ছুটছেন... ভালই লাগে দেখতে। কতই না দরন গরীব দু:খী মানুষের জন্য!!! কিন্তু খারাপ লাগা শুরু হয় যখন দেখি কম্বল বিতরণ আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য ছবি তুলে, ভিডিও করে কাগজে ও টিভিতে নিজের চেহারা মোবারক ফলাও করা!!! খুলেই বলি, গত পরশু আমার পরিচিত একজন ঢাকা থেকে ফোন করে জানালেন ৩০০ কম্বল বিতরণ করবেন। আমি যেন কমপক্ষে ৩টি টিভি চ্যানেল এর সাংবাদিক উপস্থিত থাকেন তার ব্যবস্থা করি। তেনারা কম্বল নিয়া আসিলেন... লাইট ক্যামেরা রেডি... স্যুটিং শুরু হইলো... আত:পর নজরানার বিনিময়ে টিভি চ্যানেলগুলোতে নাটক পরিবেশিত হইলো। আমরা শালা আম পাবলিক ভাবিলাম... আহা... কি চমৎকার দেখা গেলো... আর একখানা পুরাতন নাটক এর গল্প বলি... কত সালের ঘটনা সঠিক মনে নেই, তবে ৬-৭ বছর আগেকার ঘটনা।

গ্রামীনফোন এর সে সময় ব্যাপক রমরমা অবস্থা... আমাদের উপজেলার কাস্টমার ম্যানেজার নিউটন-দা এর মারফত জানতে পারলাম, গ্রামীনফোন আমাদের জেলাতে ১৫০০ কম্বল বিতরণ করবে। এবং তা পুরোটাই আমাদের উপজেলাতে। যাইহোক নিউটন-দা এর অনুরোধে প্রায়ত সাংবাদিক আলমগীর চাচা, শামীম ভাই, আমি ও আরও অনেকে মিলে পুরো উপজেলা ঘুরে লিস্ট করা হলো। সেই লিস্ট অনুযায়ি কম্বল বিতরন করা হবে। বিতরণ এর দিন ঢাকা থেকে ৫ খানা গাড়িতে করে গ্রামীন ফোন এর লোকজন এলো।

যথারীতি লাইট, ক্যামেরা, এ্যাকসান... শুরু হয়ে গেলো কম্বল নিয়ে নর্তন-কুর্দণ... যাই হোক, বিতরন শেষ... এবার খানা-পিনার পালা... ঐতিহ্যবাহী "সিন্দুর মতির দিঘী"র পাড়ে যাওয়া হলো। মজার ব্যাপার হলো, গাড়িগুলোতে এই শীতের দিনেও এসি চলছিলো। ব্যাপক খাই-দাই হলো... এক কর্মকর্তা তো আক্ষেপ করেই বসলো, কেন বিয়ার এর ব্যবস্থা করা হলো না!!! বিতরণ করা কম্বলগুলোর দাম কিন্তু কোনভাবেই ৭০ টাকার উপরে যাবে না। যাইহোক এতো কিছু দেখার পরও নিজেকে শান্তনা দিচ্ছিলাম, গ্রামীন ফোন তো তাও গরীব মানুষের জন্য কিছু করতে... এটাই বা কম কি!!! সবচেয়ে বড় ধাক্কা খেলাম কয়েক বছর পরে, যখন জানতে পারলাম গ্রামীন ফোন শত শত কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে!!! এখন মুল কথায় আসি, এ সব শীত বস্ত্র, কম্বল বিতরনের নাটক বন্ধ করতে হবে। নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান,চিকিৎসা, শিক্ষা।

রাষ্ট্র-কেই এর ব্যবস্থা করতে হবে। আমরা নাটক দেখতে চাই না, নাটকের স্যুটিং ও না... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।