আমাদের কথা খুঁজে নিন

   

থ্যাংক ইউ রাগ ইমন

[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]

মার কথা যখন মনে পরে মনটা খারাপ হয়ে যায়। ভাল লাগে না কিছুই। আশে পাশের সব কিছুকে অসহ্য মনে হয়। তেমনি খারাপ লাগা একদিনে লিখেছিলাম আমার কস্ট গুলো, 'শুন্য আমি মা ছাড়া'। মাঝে মাঝেই ঘুরে ফিরে আসি পোস্টটাতে যখন মন খারাপ থাকে।

আসি পোস্টটা দেখার জন্য নয় আসি রাগ ইমনের করা তার নিজের মন্ত্যবটি বারবার পড়ার জন্য। মন ভাল হয়ে যায় তার অল্প কিছু কথার জন্য। বেশী কিছুতো সেদিন তিনি লিখেননি। তারপরেও যতবার পড়ি ততবারই নতুন লাগে। থ্যাংক ইউ ইমন আপু, থ্যাংক ইউ ভেরী মাচ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।