আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তবতা কত প্রকার, কি কি?

পেপার স্প্রে ? হেইয়া কি জিনিষ ? খায় না মাথায় দেয়? বুকে/বগলে মারে না চোখে মারে? এইয়া তে কি মানুশ মরে? ক্রসফায়ার কি মানবাধিকার প্রতিষ্ঠা করে? বন্দুক যুদ্ধ? এনকাউন্টার? গুম? পি- আর ফিক্সিং কি জিনিশ? এশিয়া এনার্জি ‘র হয়ে কারা পি আর ফিক্সিং করতেছে বাংলাদেশে? আপনার আমার করের টাকায় সুদি ঋণে ১২ হাজার কোটি টাকার অস্ত্র কেনার সঙ্গে দেশ রক্ষা, দেশপ্রেম, কমিশন খাওয়া এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-এর সম্পর্ক কি? জনগণ লুন্ঠনের রাজনীতি চায় না, তার মানে কি এই যে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকারের জন্যে স্ট্রাইক/ ধর্মঘট / হরতাল চায় না? কুইক রেন্টাল কি কুইক লুটপাট? বিএনপি – জামাত- আওয়ামী লীগ- জাপা- কর্পোরেট – সিভিল- মিলিটারি আমলাতন্ত্রের ক্ষমতায় যাবার স্ট্রাইক/ ধর্মঘট / হরতাল নির্বিকার ভোগবাদী মধ্যবিত্ত/উচ্চবিত্ত জিবনের আরামে ব্যাঘাত ঘটায়, আবার গারমেন্টস এ শ্রমিক পুড়িয়ে মারার প্রতিবাদে, খুনিদের বিচারের দাবিতে, সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে, অন্যায়ভাবে জ্বালানীর দাম বাড়ানর প্রতিবাদে , তেল-গ্যাস-বিদ্যুত- জ্বালানী খাতে লুট-পাট বন্ধের দাবিতে , বাস ভাড়া- বাড়ি ভাড়া বৃদ্ধি ঠেকাতে হরতাল দিলে, সেটাও নির্বিকার ভোগবাদী মধ্যবিত্ত/উচ্চবিত্ত জিবনের আরামে ব্যাঘাত ঘটায়। কোন 'বে-আরাম' দেশ-জনগনের জন্যে ভাল? বাস্তবতা কত প্রকার, কি কি? সব প্রশ্নের উত্তর আপ্নে জানেন ভাবছেন? আসেন দেখেন তারা কি বলেনঃবাস্তবতা কত প্রকার


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।