আমাদের কথা খুঁজে নিন

   

স্রেফ গাঁজা নিয়ে আড্ডা:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

ব্লগের অবস্থা বড্ডো নড়বড়ে। লোকজন তল্পিতল্পা গুটিয়ে পালাতে চাচ্ছে। তাই ভাবলাম একটু বিনোদন হোক। মন ভালো হোক সবার। ওম্ শান্তি।

কোন কিছু নিয়ে নেশাগ্রস্থ থাকলে অনেক বাড়তি উপসর্গের নিস্কৃতি পাওয়া যায়। চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার নিয়ে পশ্চিমা আন্দোলন বেশ তুঙ্গে। এগিয়ে আছে কানাডা। মার্কিন মুল্লুকে ক্যালিফোর্নিয়ায় বোধ হয় চিকিৎসার ব্যবহারের জন্য গাঁজার ব্যবহার শুরু হয়েছে বা হচ্ছে। সেদিন এক খবরে দেখলাম মাল্টি বিলিয়ন ব্যবসা এই মার্কিন মুল্লুকে।

না, এতো সিরিয়াস কথা বলতে চাইনি। অনেক বছর আগে মাস্টার্স করার জন্য আমি আমেরিকায়। প্রথম দু'ই সেমিস্টার শেষ হওয়ার পর সামারের ছুটিতে তিনমাসের জন্য দেশে ফিরব। আমার অ্যাডভাইজারের সাথে দেখা করতে গেছি। বিদায়ের শেষ পর্বে বলে, "দেশে যাচ্ছ, তো শুনেছি তোমাদের ইন্ডিয়ান পাতা খুব ভাল, পারলে একটু আনবা না কি?" আমার তো চক্ষু চড়ক গাছে ।

ব্যাটা বলে কি? হাসি দিয়ে বলি, "আনার দরকার কি, চলো আমার সাথে, ঢাবি'র ক্যাম্পাসের আশেপাশেই ভাল জায়গা আছে, সারাদিন রাত তোমারে বসায়ে রাখব। টানবা আর চোখ বুঁজে থাকবা"। আহা আমার কথা শুনে পাতার নেশায় চোখ বুঁদ করে রাখল প্রিয় প্রফেসর। আর এতোদিন পর দেখি ব্লগের পাতা ছড়াচ্ছে নেশা আর নেশা। গোপাল ভাঁড় এই নেশার জগৎ ছেড়ে আপনি যাবেন কই?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.