আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের মনমোহন, মমতার চেয়ে আমার দেশের কুকুরের দাম আমার কাছে অনেক বেশি

ভালো মানুষ হতে চাই

যতবার ফেলানী র কাটা তারে ঝুলন্ত ঐ লাশ টা দেখি, ততবার ই নিজেকে বড় অপরাধী মনে হয়, ওদের আদালত খুনীদের নির্দোষ রায় দিয়ে আমাদের আরও বড় অপরাধী বানিয়ে গেলো ! কিছুই কি করার নেই আমাদের ? দেশ নিয়ে অনেক অসন্তষ্ট টাইপের কথা বললেও , দেশ কে কতটা ভালোবাসি , কতাট ফিল করি , আজ বুঝলাম। অন্য কার কি অভিমত জানি না , তবে আজ থেকে যতটা পারি ইন্ডিয়ার পন্য, পোষাক, মিডিয়া, ইত্যাদি থেকে দূরে থাকবো। ধাপে ধাপে এগোতে হবে ----দীর্ঘ চার বছরের ব্যাবহার করা airtel সিম টা বন্ধ করে ই শুরু করলাম আমার প্রথম ধাপ ভারতের মনমোহন, মমতার চেয়ে আমার দেশের কুকুরের দাম আমার কাছে অনেক বেশি (আমাকে একজন বলেছে ভারতের উপর আমরা যে পরিমান নির্ভরশীল তা থেকে নাকি বের হওয়া সম্ভব না , আমি তার চ্যালেন্জ টা নিলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.