আমাদের কথা খুঁজে নিন

   

পেয়ে গেলাম সার্টিফিকেট

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

গত সপ্তাহে ইউ,কে থেকে বন্ধুর কনভোকেশন ছবিগুলো দেখে বুকটা একটা মোচড় দিলো। নিজে ও থিসিস জমা দিয়ে অপেক্ষায় দিন গুনি। কোর্সটাকে ইলাসটিকের মতো টেনে লম্বা না করে যতো তাড়াতাড়ি সম্ভব শেষ করার প্রত্যয় নিয়ে শুরু করেছিলাম। আজকে সকালে সেই দিনের ইতি।

অন্যান্য দেশের মতো জার্মানিতে কোন ইউনিতে কনভোকেশন অনুষ্টান হয় না। । অফিস থেকে প্রত্যেক দিন ফোন করে সার্টিফিকেটের জন্য তাগদা। আমি ও প্রফেসর,পরীক্ষা নিয়ন্ত্রককে তাগদা। অনেকগুলো সেকশন পার হয়ে অবশেষে আজকে সকালেই পেয়ে গেলাম।

কোন আনুষ্টানিকতা নেই। আবার মনে মনে ভাবি, এত কিছুর দরকার ও তো নেই। ইউ.কে, আমেরিকাতে একটা ডিগ্রির জন্য যেখানে মিনিমাম 10,000 পাউন্ড খরচ শুধুমাত্র টিউশন ফি পে করতে হয়,সেখানে কোন টিউশন ফি ছাড়াই মাস্টার্স করতে পারলাম। তবে সেই দিন আর নাই। পরবর্তি সেমিষ্টার থেকে ফি শুরু।

কি যে একটা বাঁচা বাঁচলাম। সরকার থেকে কোন টাকা পয়সা পেয়েছি কি না জানলে চাইলে উত্তরে হ্যা বলতেই অনেকগুলো ফরম ফিলাপ করতে হলো। অফিসে এসেই সার্টিফিকেট জমা। এখন কয়েকদিন আরাম করে ঘুম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।