আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণ নয় পেয়ে যায় সোনালী ফসল

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
সে কৃষক বলেছিল, "পুত্রগণ শোনো, চুপি চুপি বলে যাই মরণ শিয়রে মাটি তলে ঘটি ভর্তি মোহর লুকানো খুঁজে দেখো সবখানে তন্ন তন্ন্ করে" নিদ্রাকাতর জেগেছে কাকডাকা ভোরে আগাছা উচ্ছেদ করে তুলে আনে জমি ক্লান্তি ঘামে সন্ধা হলে ফিরে আসে ঘরে পরদিন স্বর্ণলোভে ছুটেছে মরমী এভাবেই চাষযোগ্য হয় সমভূমি স্বর্ণ নয় পেয়ে যায় সোনালী ফসল খাঁটি সোনা না পেয়ে যেমন আলকেমী সভ্যতাকে দিয়ে গেছে রসায়ন জল কত আশা ভুল সুখে ফেলছে নোঙড় সূর্য চেয়ে জোছনায় ভরছে অন্তর -- ড্রাফট ১.০/ সনেট/ স্পেনসরিয়ান ছন্দমিলে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।