আমাদের কথা খুঁজে নিন

   

নতুন কোচ পেয়ে মিলানের জয়

এসি মিলানের গোলগুলো করেন রবিনিয়ো, জামপাওলো পাস্সিনি ও কেইসুকে হোন্ডা। অতিথিদের হয়ে সান্ত্বনার গোলটি করেন নিকোলা ফেররারি।

আগামী বুধবার কোয়ার্টার-ফাইনালে এসি মিলানের প্রতিপক্ষ উদিনেজে।

এর আগে নতুন কোচ সিডর্ফ সান সিরোতে এলে মিলান সমর্থকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

খেলোয়াড় হিসেবে অবসর নিয়ে এসি মিলানের কোচের দায়িত্ব নেন নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার ক্লেরেন্স সিডর্ফ।

এসি মিলানের ধারাবাহিক ব্যর্থতার কারণে কর্তৃপক্ষ কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে বরখাস্ত করে। মৌসুম শেষে এমনিতেই সরে যাওয়ার কথা বলেছিলেন, তবে রোববার সাস্সুয়োলোর কাছে হেরে যাওয়ার পরদিনই তাকে অব্যহতি দেয়া হয়।

মঙ্গলবার ফুটবল থেকে অবসর নেয়ার কথা জানান এসি মিলানের এই সাবেক তারকা। ৩৭ বছর বয়সী সিডর্ফ ২০১২ সালে মিলান ছেড়ে ব্রাজিলের বোটাফোগোতে যোগ দিয়েছিলেন। কোচ হিসেবে অবশ্য তার কোনো অভিজ্ঞতাই নেই।

অপর ম্যাচে আতালান্তাকে ৩-১ গোলে হারিয়েছে নাপোলি। শেষ আটে তাদের প্রতিপক্ষ লাৎসিও।

 


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.