আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের মনমোহন, মমতার চেয়ে আমার দেশের কুকুরের দাম আমার কাছে অনেক বেশি

ভালো মানুষ হতে চাই

যতবার ফেলানী র কাটা তারে ঝুলন্ত ঐ লাশ টা দেখি, ততবার ই নিজেকে বড় অপরাধী মনে হয়, ওদের আদালত খুনীদের নির্দোষ রায় দিয়ে আমাদের আরও বড় অপরাধী বানিয়ে গেলো ! কিছুই কি করার নেই আমাদের ? দেশ নিয়ে অনেক অসন্তষ্ট টাইপের কথা বললেও , দেশ কে যে কতটা ভালোবাসি , তা এখন হারে হারে টের পাচ্ছি । অন্য কার কি অভিমত জানি না , তবে আজ থেকে যতটা পারি ইন্ডিয়ার পন্য, পোষাক, মিডিয়া, ইত্যাদি থেকে দূরে থাকবো। ধাপে ধাপে এগোতে হবে ----দীর্ঘ চার বছরের ব্যাবহার করা airtel সিম টা বন্ধ করে ই শুরু করলাম আমার প্রথম ধাপ। (আমাকে একজন বলেছে ভারতের উপর আমরা যে পরিমান নির্ভরশীল তা থেকে নাকি বের হওয়া সম্ভব না , আমি তার চ্যালেন্জ টা নিলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.