আমাদের কথা খুঁজে নিন

   

পাইরেসি রোধে সেমিনার

শনিবার বিকেলে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এবং এলসিএস গিল্ডের সহযোগিতায় বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন।
বামবার সাবেক সভাপতি মাকসুদুল হকের সঞ্চালনায় রাজধানীর ইএমকে সেন্টারে আয়োজিত সেমিনারের আলোচনা পর্বে অংশ নেন এলসিএস গিল্ডের সভাপতি সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, বামবার সভাপতি মাইলস ব্যান্ডের প্রধান হামিন আহমেদ, সহ-সভাপতি ফিডব্যাকের প্রধান ফুয়াদ নাসের বাবু, কপিরাইট বিশেষজ্ঞ মনজুরুর রহমান, কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের চেয়ারম্যান কাজী জাহিন হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ।
এবিএম হামিদুল মিজবাহ বলেন, “গানের পাইরেসি বন্ধে সুরকার, গীতিকার, শিল্পীসহ সংশ্লিষ্ট প্রত্যেককে এক মঞ্চে আসতে হবে। কপিরাইট সোসাইটি গঠনে উদ্যোগী হতে হবে। গানের সিডি প্রকাশের ক্ষেত্রে কপিরাইট আইন অনুযায়ী চুক্তি সম্পাদন করা জরুরি।

এর ফলে পাইরেসি হলে সংশ্লিষ্টরা আইনের সহায়তা নিতে পারবেন। ”
আলোচনায় আলাউদ্দিন আলী বলেন, “শিল্পীদের কপিরাইট অধিকার আদায়ে শিল্পীদেরই সবার আগে উদ্যোগী হতে হবে। নিজের অধিকার আদায়ে নিজেদেরই কাজ করতে হবে। ”
হামিন আহমেদ বলেন, “পাইরেসি বন্ধে যে আইন আছে সে আইনের সঠিক প্রয়োগ দরকার। আমাদের যে অধিকার আছে সে অধিকার আমাদের দিতে হবে।


তিনি আরও বলেন, “২০০৭ সাল থেকে কোনো মেজর ব্যান্ডের অ্যালবাম বের হয় না স্বত্ব সংক্রান্ত জটিলতার কারণে। কিন্তু তাদের দাবি মেনে নিয়ে যদি স্বত্ব তাদের দিয়ে দিই। তবে সেটা কপিরাইট আইন লক্সঘন করা হবে। কারণ মেধাস্বত্ব আইনত কখনও হস্তান্তরযোগ্য পণ্য না। ”
ফুয়াদ নাসের বাবু বলেন, “আমাদের দেশের মায়েরা পুষ্টিহীন থেকেও সুস্থ বাচ্চা জন্ম দিচ্ছেন।

আমাদের সংগীতের অবস্থাও তাই। পাইরেসি হবে জেনেও আমরা সংগীতকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। নতুন নতুন গানের অ্যালবাম প্রকাশ করছি। ”
মনজুরুর রহমান বলেন, “শুধু গানে নয়। পাইরেসি চলছে চারদিকে।

পাইরেসি বন্ধে দীর্ঘদিন ধরে কাজ চলছে। কিন্তু আমরা সুফল পাচ্ছি না। কারণ আমরা আমাদের কপিরাইট নিয়ে সচেতন নই। ৫০ টাকা দিয়ে আমরা পেনড্রাইভ ভরে গান সংগ্রহ করছি, অন্যজনকে দিচ্ছি। এর মাধ্যমে আমরা গানের পাইরেসির সঙ্গে যুক্ত হচ্ছি।

কিন্তু সহজ বিষয়টি আমরা অনেকেই জানি না। ”
সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রমিথিউসের বিপ্লব, মাইলসের মানাম, কণ্ঠশিল্পী শুভ্রদেব, আলিফ আলাউদ্দিন, শিরোনামহীনের জিয়া, শাফিন, রাসেল, গীতিকার শাহান কবন্ধ, ইনকারশন ও কাইনেটিকের কর্তব্যক্তিরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.