আমাদের কথা খুঁজে নিন

   

পাইরেসি বন্ধে সিডির কপি প্রটেকটেড ভার্সন প্রযুক্তি

এটিএন মিউজিক এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার ২০১৩ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে ২০০৪ ইং সন থেকে অদ্যবদি এটিএন মিউজিক বাংলাদেশী শিল্পীদের শুদ্ধ সংগীত সহ বাংলা নাটক, টেলিমুভি ও পূর্নদৈঘ্য বাংলা চলচিত্র পরিবেশনা করে আসছে। সময়ের পরিবর্তনে পাইরেসির করাল গ্রাসে বর্তমানে দেশের অডিও ও ভিডিও শিল্প ধংস প্রায়। প্রযুক্তির আধুনিকায়নে যত্র তত্র মোবাইল মেমরী র্কাড / পেনড্রাইভ / সিডি ভিসিডি ও ডিভিডি পাইরেসির কারনে বর্তমানে দেশের অডিওসিডি ভিসিডি ও ডিভিডির ব্যবসা বন্দ হওয়ার উপক্রম। এমতাবস্থায় দেশের শিল্প সংস্কৃতি রক্ষার পাশাপাশি ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বাংলাদেশে এই প্রথম এটিএন মিউজিক ও প্রো ডিস্ক কর্পোরেশান যৌথ উদ্দোগে শুরু করতে যাচ্ছে নতুন এক কপি প্রোটেকশান প্রযুক্তি যা আগে কখনও কেউ চিন্তা করেনি। আগামী ৫ই জানুয়ারি মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানী লি: নিবেদিত “শিউলীমনি” নামক একটি ভিডিও মুভি সম্পুর্ন রুপে কপি প্রটেকশান দিয়ে বাজারে আনতে যাচ্ছে এটিএন মিউজিক , যা বাংলাদেশের অডিও ও ভিডিও শিল্পে বর্তমান বিরাজমান পাইরেসী প্রতিরোধ অভিযানে এক নতুন মাত্রা যোগ করবে আশাকরি । এ ব্যাপারে সন্মানীত সাংবাদিক বন্ধু সহ অডিও ও ভিডিও শিল্পের সাথে সংশ্লিষ্ঠ সকল মালিক কর্মকর্তা ও কর্মচারী ভাই ও বন্ধুদের সহযোগীতা প্রর্থনা করছে এটিএন মিউজিক। আজই আসুন আমরা সবাই মিলে পাইরেসির বিরুদ্ধে রুখে দাড়াই , আমাদের কষ্টার্জিত ব্যবসাকে পুনরুউজ্জিবিত করি ও আমাদের দেশের শিল্প সংস্কৃতি রক্ষার পাশাপাশি অডিও ও ভিডিও শিল্পকে সমৃদ্ধির দারপ্রাস্তে পৌছাই...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.