আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন দেখা ঘুড়ি

যুদ্ধাপরাধীদের বিচার চাই

একটা ঘুড়ি সুতো কেটে কোথায় যেন পালিয়ে যাচ্ছে লাটাইয়ের গন্ডি ছেড়ে দূরে বহু দূরে। । ঘুড়িটা ঘুরতে ঘুরতে নীল আকাশে উড়তে উড়তে এক ঝাক কবুতরের উড়ে যাওয়া দেখে, কখনো ঘুড়িকে পাশ কাটিয়েচলে যায় যন্ত্র দানব, মেঘের কোলে শুয়ে শুয়ে পাখা মেলার স্বপ্ন দেখে স্বপ্নে আবার পরীর দেশে তারার সঙ্গে গল্প বলে। । ঘুড়িটা আজ ছুটে যাচ্ছে ছুটতে ছুটতে লাল ঘুড়িটা পড়ল আমার পায়ের কাছে জড়িয়ে ধরে বললো আমায় লুকিয়ে ফেলো ঝোলার মাঝে পাছে কেউ দেখে ফেলে আবার বাঁধে লাটাই খাঁজে।

। বললাম শোনো ওগো ঘুড়ি ছোট্ট খোকার লাটাই মাঝেতোমার সুখের স্বপ্ন সাঁজে পালিয়ে তুমি বাঁচবে না গো এর চেয়ে বরং ফিরে যাও নীল মেঘের মাঝে আবার যদি হৃদয় কাঁদে, তখন ফিরো আমার কাছে আজ যে বড় ব্যস্ত আমি খেলার সময় নেই যে আর সন্ধ্যে বেলায় না ফিরলে বাড়ি মা আমায় বকবে যে। । এই কথাটা শুনে ঘুড়ি বললো আড়ি, ফিরবো না আর তোমার কাছে পালিয়ে গেল কোথায় আবার খুঁজে আর পাই না তারে। ।

ঘুড়িরা বুঝি এমনি হয় ভীষণ ভীষণ অভিমানী স্বপ্ন দেখে উড়ে চলে এক বুক অভিমানে লাটাই ছিড়ে ঘুরে পরে কোন অজানায় জানে না তাহয়তো বা দিগন্ত পেরিয়ে ছোট্ট এক খুকির কাছে। । ফারজানা কবীর খান (স্নিগ্ধা)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.