আমাদের কথা খুঁজে নিন

   

পশুর নদীর স্রোত

আমার ব্যক্তিগত ব্লগ

অবরোধের কারনে খুলনা থেকে লনচে করে যশোরের নোয়াপাড়া পর্যন্ত গিয়েছিলাম। নদীর পানি হালকা সবুজ (আমি পদ্মার ঘোলা জল দেখে অভ্যস্ত)। দেখলে মনে হয় শান্ত নদী। অথচ যখন আমার সহযাত্রিরা লনচের সামনে দিয়ে লাফ দিয়ে পানিতে নামলো, দেখলাম নদীর স্রোত নিমেষে ই ওদের লনচের পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে...। কি বলা যায় এই নদীকে? শান্ত স্রোতময় নদী? নদীর পাড় দিয়ে গ্রাম দেখতে দেখতে ভ্রমন করতে দারুন সময় কেটেছে।

নোয়াপাড়ার মিস্টি খেতে খুব মজা। ভ্যানে করে বাজারে গিয়ে কিনে এনেছিলাম। আমাদের লনচ সব সময় মাঝনদীতে নোঙর করেছিল। স্রোতে সেটা সব সময় ঘুরতে থাকত। একদিন ওখানে ওভাবে ছিলাম।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।