আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ যখন পশুর চেয়ে অধম

..

সম্প্রতি এনটিভি 'ক্রাইম ওয়াচ' অনুষ্টানে প্রচারিত একটি প্রতিবেদন দেখার পর মনটা প্রচন্ড খারাপ হয়ে আছে। ঘঠনার মূলে গ্রামের (সরকারী ভাবে) পরিত্যক্ত একট জলাভূমি । জলাভূমিকে ঘিরে প্রায় ১৮/২০ টি পরিবারের বসবাস যারা প্রধানত এই জলাভূমিতে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু হঠাৎ করে গ্রামের এক প্রভাবশালী পরিবারের নজর পড়ে জলাভূমির উপর। প্রথমে ভয়ভীতি প্রদর্শন অতঃপর লাটিয়াল বাহিনী পাঠানো হল।

কিন্ত ঐ পরিবারগুলির ঐক্যবদ্ব প্রতিরোধের মুখে লাটিয়াল বাহিনীও পরাজিত হতে বাধ্য হয়। গ্রামবাসীর মতো ঐ পরিবারগুলিও আশা করছিল তাদের এই সাহসী প্রতিরোধ দেখে দ্বিতীয়বার কেউ আর ঐ জলাভূমি দখলের দুসাহস দেখাবে না। কিন্তু এরপর যা ঘটল চিন্তা করলে গা শিউরে উঠে। ঐ প্রভাবশালী পরিবারের বড় ছেলে নিজ হাতে খুন করে জন্মদাতা পিতাকে। খুনের দায়ভার চাপিয়ে মামলা করে জলাভূমিকে ঘিরে বসবাসরত পরিবারগুলির জোয়ান সদস্যদের বিরুদ্বে।

অবাক হলাম খুন হয়ে যাওয়া ঐ পরিবারের প্রতিটি সদস্যের খুনি ছেলের প্রতি অকুন্ঠ সর্মথন দেখে। স্বার্থে অন্ধ হয়ে মানুষ এমন কাজ করতে পারে...ভাবতে লজ্জা লাগছে আমিও একজন মানব সন্তান। মামলা হবার পর থেকে পরিবারগুলির অধিকাংশ পুরুষ সদস্য জেলে, বাকীরা পলাতক। উর্পাজনক্ষম সদস্যদের অনুপস্হিতে পরিবারগুলি অত্যন্ত কষ্টে দিনযাপন করছে। ক্যামেরার সামনে বয়স্কলোকগুলোর আহজারী, বিলাপ আর তাদের সন্তানদের অনিশ্চিত ভবিষৎত নিয়ে শংকিত চেহারা দেখে খুবই খারাপ লাগছিল।

নিজের উপর কেন জানি নিজেরই প্রচন্ড ঘেন্না হচ্ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.