আমাদের কথা খুঁজে নিন

   

জেগে ওঠে ঘুমন্ত ডাহুক শতাব্দির নিদ্রা শেষে

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

১. অধরা, এক মেঘ রৌদ্দুর পরে ঘুমন্ত বিকেলের কাছে এসো ইপ্সিত চুম্বনের উৎসব হবে। শুধু দু জোড়া উষ্ণ ঠোঁটের অক্লান্ত লড়াই ঘামের বিছানায়। .. .এমন ভয়ানক দুঃস্বপ্নের বর্ণনা ছিল শুষ্ক দিনলিপির পৃষ্ঠা জুড়ে, আলিঙ্গনের আদ্রতা মুছে যেখানে একে একে মুদ্রিত হয়েছে অসংখ্য চপল প্রেমাখ্যান। আজ ক্ষয়ে যাওয়া বকুল পথে পড়ে আছে পেছনের সকল পদচিহ্ন, বড় ঝাপসা ঠেকে। তবু পাশের মাধবীলতার পাতায় শরতের ছোঁয়া, এইতো আবার বসন্ত এলো বলে। জেগে ওঠে ঘুমন্ত ডাহুক শতাব্দির নিদ্রা শেষে। ২. গলিত রোদের পর ভরা বর্ষার পশরা নিয়ে এলো চন্দ্রমেঘ, যে বৃষ্টির প্রতীক্ষায় কেটে গেছে অগণিত যৌবন- লজ্জিত ভোরে শিশির চুম্বন। শ্রাবণের মুদ্রিত কবিতায় নূপুর আহ্বান, পাঠিকার ভেজা পায়ে সবুজ ভীরুতা, ঘাসফুলের আঁচলে প্রবল কম্পন- চঞ্চলা স্রোতে মুগ্ধ শিহরণ। এমন অসংখ্য মিথ ছড়িয়ে আছে কাগজের উপত্যকায়, বেহুলার বাসর পেরিয়ে যারা আসেনি আমাদের আঙিনায়- তবুও শব্দের সওদাগরের কাছে বায়না করেছি আরো সত্তর আষাঢ়ের, যেন শতাব্দির ক্যালেন্ডারে লিখে যেতে পারি তোমার উপখ্যান। * নাহোল ভাইয়র পোস্টে কমেন্টকৃত..........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.