নিজেকে সবসময় সর্বজ্ঞানী মনে হয় বলেই বুঝতে পারি যে আমি মস্ত বোকা অথবা মহামূর্খ। ।
ঘটনা ডিপার্টমেন্ট এর এক সিনিওর এর, আমি জাস্ট চাক্ষুষ সাক্ষী।
ডিপার্টমেন্ট এর নিচেই "supar cut" (ইহা একটি ডাকাত ক্যাটাগরির নাপিতের দোকান) এর সেলুন। এই বেচারার চুল বড় হয়েছে তাই সেলুন দেখে চুল কাটানোর জন্যে ঢুকে পড়েছে।
so যথারীতিতে তারা স্যার স্যার করে বসাল। তার পর শুরু হল আসল কাহিনী।
নাপিতঃ স্যার কি চুল কাটবেন?
সঃ হুম... পুরা মাথা ছোট কইরা দেন, সেম সাইজ, নো বড় ছোট।
নাপিতঃ স্যার স্কয়ার করে দেই, সুন্দর লাগবে।
সঃ সুন্দর লাগব? আইচ্ছা দেন।
চুল কাটা সমাপ্তির পর...।
নাপিতঃ সারের দাড়িওতো বড় হয়ে গেছে, হাল্কা জুলফি রেখে সেভ করে দেই, স্কয়ারের সাথে ভাল মানাবে।
সঃ মানাইব??? আইচ্ছা দেন (মনের সুখে পা নাড়ানাড়ি)
সেভ এর পর...
নাপিতঃ স্যার বোধয় অনেকদিন সেম্পু করেন না??
সঃ গত সাপ্তাহে করছিত !
নাপিতঃ আপনাদের সেম্পু আর আমাদের করা সেম্পুর মধ্যে স্যার অনেক পার্থক্য। সেম্পু করে দিব স্যার? আরাম পাবেন।
সঃ সেম্পু??? দেন, সব যখন করছি এইটাও করি (ভাবছে ৩ টাকার সেম্পু আর কি হইব)
সেম্পুর পর......
নাপিতঃ চুলেরত স্যার যত্নই নেননা, একিবারে রুক্ষ আর লাল হয়ে গেছে, এক কাজ করি, ব্লেক সাইনি করে দেই, সফট হবে আবার দেখতে ঝর ঝরেও লাগবে।
সঃ চুল পুরা কালা হইব?
নাপিতঃ অবশ্যই স্যার, এটা পুরা ন্যাচারাল।
সঃ তাইলে দেন (মনে মনে চিন্তা, আইজকাই ডেটিঙে যামু)
কালারের পর......
(আল্লাহ মাফ করছে নাপিতে কয় নাই, "স্যার **** খুলবেন নাকি? শরীরে চুলতো আরও আছে, সেগুলোরও একটা হিল্লে করে দেই?" আমি ডেম সিউর এই পোলা রাজি হইয়া যাইত। )
নাপিতঃ স্যারের এত সুন্দর মুখ ব্লেক হেডস এর কারনে বাজে দেখাচ্ছে, উঠিয়ে দিব???
সঃ এটা কি জিনিষ???
নাপিতঃ এই যে স্যার নাকের উপর কালো কালো দাগ এগুলো, স্ট্রিম করে মেসাজ করে দিলে দাগও উঠে যাবে আরামও পাবেন।
সঃ কালা কালা এগুলা উইঠা যাইব??? আইচ্ছা দেন।
অতঃপর নাপিত এই বেচারেরে ছাড়ল।
এইবার বিল দেওয়ার পালা।
ক্যাশে...।
সঃ ভাই কত হইছে (পকেটে হাত)
ম্যানেজারঃ স্যার আপনার মোট বিল হয়েছে ১৮০০ টাকা, আমাদের ডিস্কাউন্ট চলছে তাই আপনাকে পে করতে হবে টু থার্ড মানে ১২০০ টাকা। (মধুর হাঁসি)
সঃ ফাইজলামি করেন, চুল কাটাইছি এর লাগি ১২০০ টাকা।
ম্যানেজারঃ স্যার এই হচ্ছে ডেটেইলস বিল।
(বিশাল এক কাগজ)
সঃ ভাই আমার কাছে মোটে আছে ১৫০ টাকা, তাও ভাঁড়া সহ, আমি এখন কি করুম??
ম্যানেজারঃ কাউকে খবর দিন, টাকা নিয়ে আসুক, ততক্ষন আপনি বসেন আমাদের এখানে(রাগত কণ্ঠে, স্যার এবং বিগলিত ভাব উধাউ)
পরের ঘটনা আমি আর না বলি, বেচারাকে অলরেডি যথেষ্ট বলাৎকার করা হয়েছে। প্রায় ৩ ঘন্টা পর ছাড়া পেয়েছে, তাও পুরো টাকা দিয়ে।
মোরাল অফ দা স্টোরিঃ "ডাকাতির সীমা থাকা উচিত"
"ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা"
"আমি এবার সন্ন্যাসী হমু, সইল্লের কোন চুলি কাটুম্না"(last one for victim)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।