আমাদের কথা খুঁজে নিন

   

বাউল কবিতাঃ ভাসো কোন ভবের হাটে

আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় মেঘ উড়ে আকাশে স্পর্শ ছুঁয়া বাতাসে বাগান জুড়ে কত ফুল গাছের ডালে পালে কতনা পাখি তাদের সাথে আপন মনের ভাব যদি বয় বাতায়নে প্রকাশটা তবে কি?না হয় জলপ্রবাহের জলশ্বাস নয়তো পাপড়ি ঝরা শো শো গন্ধের আচ। এই গন্ধের রঙ হবেনা ধূসর রঙতুলির অকাঁ বাঁকা ফাঁকার বুকে মুন্দের লাজ। হ্যা হ্যা হ্যা হাসির ছন্দ সুরে হিংসার জয় গানে হ্যাঁ কি মুগ্ধের বাক,কেউ বলে পাগলা কেউ বলে ছাগলা,নিজের মাঝে কি উল্কো ভুল্কো লঙ্কার দেখি কি শুধু কান্ড। যদি না থাকে ভাই ভাবের কোন প্রকাশ একরঙের জুব্বা জুড়ানো মাথায় লম্বা চুল গজানো তাকেই বলে বাউল ভাবের উদায় যদি না ঘটে কবি হওয়া যায়,ছন্দ মালার রীতির নেই নীতি প্রেম পিরিতির জলে বিক্ষ লতা নিয়ে ভাসে চলে কোন সে ভবের হাটে। লেখার তারিখঃ ০৪/১১/১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.